• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩৫ °সে
  • বেটা ভার্সন
sonargao

ইসলামী বিশ্ববিদ্যালয়ে বৃক্ষ উৎসব অনুষ্ঠিত

  ইবি প্রতিনিধি

০৯ সেপ্টেম্বর ২০১৯, ১৯:৩০
ইসলামী বিশ্ববিদ্যালয়
অনুষদের প্রধান ফটকের সামনে চারা রোপণ (ছবি : দৈনিক অধিকার)

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) কলা অনুষদের আয়োজনে বৃক্ষ উৎসব অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৯ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের হল রুমে উৎসবটির আয়োজন করা হয়। রবীন্দ্র সংগীত ও নজরুল সংগীতের তালে তালে নৃত্য পরিবেশনের মধ্য দিয়ে এ উৎসবটি শুরু হয়।

বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. সরওয়ার মুর্শেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. হারুন-উর-রশিদ আসকারী। বিশেষ অতিথি হিসেবে উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. শাহিনুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. সেলিম তোহা।

বৃক্ষ উৎসব অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. রাশিদ আসকারী বলেন, ‘বৃক্ষ নিয়ে বর্তমান প্রশাসনের তিন বছরে দুটি দৃষ্টান্তমূলক কাজ করতে আমরা সক্ষম হয়েছি। তার মধ্যে একটি হলো, ইসলামী বিশ্ববিদ্যালয়ের ত্রিশ বছর ইতিহাসে মৃত বৃক্ষকে নতুন করে প্রাণ সঞ্চারণ করা এবং সেটা দিয়ে টেবিল-চেয়ার আসবাবপত্রে রূপান্তরিত করা। দ্বিতীয়টি হলো, এই হাজার হাজার বৃক্ষ কাজে লাগানোর মাধ্যমে সে সব খালি জায়গায় ১২ হাজারের বেশি নতুন বৃক্ষ রোপণ করা হয়েছে। এ ছাড়া কিছুদিন পূর্বে আমরা ইসলামী বিশ্ববিদ্যালয় মফিজ লেকে ৬ বিঘা জমির উপর বোটানিক্যাল গার্ডেন স্থাপন করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘মানব বিবর্তনের ইতিহাসে জীবনের দোলনা থেকে কবর পর্যন্ত বৃক্ষের প্রয়োজনীয়তা রয়েছে। পৃথিবীর ভূপৃষ্ঠে বর্তমানে ৪০ শতাংশ বৃক্ষ রয়েছে। বৃক্ষ রোপণ এবং তা পরিচর্যার করার মাধ্যমে আমাদের পরিবেশ সুরক্ষার দায়িত্ব নিতে হবে। শিক্ষার সঞ্চারণে বৃক্ষের গুরুত্ব অপরিসীম। আগামী ১ বছরের মধ্যে ইসলামী বিশ্ববিদ্যালয়কে সম্পূর্ণ রূপে গ্রিন ক্যাম্পাস উপহার দিবো।’

প্রসঙ্গত, অনুষ্ঠান শেষে কলা অনুষদের প্রধান ফটকের সামনে অতিথিবৃন্দরা চারা রোপণ করেন।

ওডি/এমএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড