• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ২৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

খুবিতে জাতীয় বিতর্ক প্রতিযোগিতা শুরু হচ্ছে আগামীকাল

  খুবি প্রতিনিধি

০৫ সেপ্টেম্বর ২০১৯, ১৮:৫৪
খুলনা বিশ্ববিদ্যালয়
খুলনা বিশ্ববিদ্যালয় (ছবি : দৈনিক অধিকার)

‘যুক্তির দৃপ্ততায় আঁকি নিজস্ব অবস্থান’ এ স্লোগানকে ধারণ করে খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) আগামীকাল শুক্রবার (৬ সেপ্টেম্বর) প্রথম বারের মতো আয়োজিত হতে যাচ্ছে দুই দিনব্যাপী জাতীয় বিতর্ক প্রতিযোগিতা।

বিশ্ববিদ্যালয়ের বিতর্ক বিষয়ক সংগঠন নৈয়ায়িকের উদ্যোগে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।

প্রতিযোগিতায় দেশের বিভিন্ন বিশ্ববদ্যিালয়ের ৩২টি দল এ অংশগ্রহণ করবে। খুবি জগদীশ চন্দ্র বসু অ্যাকাডেমিক ভবনে সকাল সাড়ে ৮টায় এ প্রতিযোগিতা শুরু হবে। ট্যাব পদ্ধতিতে পাঁচ রাউন্ড বিতর্ক শেষে পয়েন্টের ভিত্তিতে সেরা আট দল মনোনীত হবে কোয়ার্টার ফাইনালের জন্য।

আগামী শনিবার (৭ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৩টায় বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে বিতর্কের চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হবে। পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ফায়েক উজ্জামান। বিশেষ অতিথি হিসেবে থাকবেন- বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক সাধন রঞ্জন ঘোষ, নৈয়ায়িকের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মো. মনিরুল ইসলাম এবং ছাত্র বিষয়ক পরিচালক অধ্যাপক মো. শরীফ হাসান লিমন। অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন নৈয়ায়িকের সভাপতি মতিউর রহমান।

ওডি/এসএসকে

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড