• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩২ °সে
  • বেটা ভার্সন
sonargao

ইউজিসির অভিন্ন নীতিমালা প্রত্যাখ্যান শাবিপ্রবি শিক্ষক সমিতির

  শাবি প্রতিনিধি

০৫ সেপ্টেম্বর ২০১৯, ১৮:৪৪
মানববন্ধন
শাবিপ্রবিতে অনুষ্ঠিত মানববন্ধন (ছবি : দৈনিক অধিকার)

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) কর্তৃক প্রস্তাবিত অভিন্ন শিক্ষক নিয়োগ ও পদন্নোতি নীতিমালা প্রত্যাখ্যান করেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) শিক্ষক সমিতি।

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে শাহজালাল বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি কর্তৃক এক মানববন্ধনের আয়োজন করা হয়।

এ সময় শাহজালাল বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. এস এম সাইফুল ইসলাম বলেন, ‘প্রস্তাবিত অভিন্ন শিক্ষক নীতিমালায় বিভিন্ন ধরনের পরিবর্তন নিয়ে আসা হয়েছে। সেখানে নীতিমালায় যে পরিবর্তন নিয়ে আসার প্রস্তাব এসেছে তা পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর যে স্বায়ত্তশাসন রয়েছে তা ক্ষুণ্ণ করে। বিশ্ববিদ্যালয়ের স্বায়ত্তশাসন ক্ষুণ্ণ করে এমন অভিন্ন নীতিমালা বাস্তবায়ন আমরা মানব না।’

তিনি আরও বলেন, ‘শিক্ষক ফেডারেশন, ইউজিসির এ ধরনের সিদ্ধান্তে যদি কোনো পরিবর্তন নিয়ে আসতে হয় সেখানে আমাদের প্রতিনিধি রাখতে হবে। আমরা এ ধরনের সিদ্ধান্ত প্রত্যাহার করছি।’

এ সময় মানববন্ধনে শিক্ষক সমিতির সাবেক ও বর্তমান নেতৃবৃন্দসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ অংশ নেন।

ওডি/এসএসকে

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড