• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

গবির ফিজিওথেরাপি বিভাগে বিদায় ও নবীন বরণ

  গবি প্রতিনিধি

০৪ সেপ্টেম্বর ২০১৯, ২২:১৬
গণ বিশ্ববিদ্যালয়
ফিজিওথেরাপি বিভাগের বরণ ও বিদায় অনুষ্ঠান (ছবি : দৈনিক অধিকার)

সাভারের গণ বিশ্ববিদ্যালয়ের (গবি) ফিজিওথেরাপি বিভাগের ২৮তম ব্যাচের বিদায় সংবর্ধনা ও ৩৬তম ব্যাচের নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৪ সেপ্টেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক ভবনে এ বিদায় ও নবীন বরণ অনুষ্ঠিত হয়।

জাতীয় সংগীতের মাধ্যমে এ অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু হয়। পরে বিদায়ী শিক্ষকদের সম্মাননা স্মারক প্রদান করা হয়।

এ সময় ফিজিওথেরাপি বিভাগের বিভাগীয় প্রধান নাসিমা ইয়াসমিনের (পিটি) সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভারপ্রাপ্ত) অধ্যাপক ডা. দেলোয়ার হোসেন, বিশেষ অতিথি ছিলেন রেজিস্ট্রার মো. দেলোয়ার হোসেন, পরীক্ষা নিয়ন্ত্রক মীর মুর্ত্তজা আলী বাবু, কেন্দ্রীয় ছাত্র সংসদের সহসভাপতি (ভিপি) জুয়েল রানা, সাবেক ভিপি শামীম হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

এছাড়াও বিভিন্ন অনুষদীয় ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের প্রথম পর্বে প্রবীণ শিক্ষার্থীদের বিদায় এবং নবীন শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয়। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়।

ওডি/এমএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড