• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ২৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

অধ্যক্ষকে স্মারকলিপি

ইন্টার্নশিপ বাতিলের দাবিতে ২য় দিনের আন্দোলনে রমেক

  সাব্বির হাসান রাব্বি, রমেক প্রতিনিধি

০২ সেপ্টেম্বর ২০১৯, ২২:১৬
আন্দোলন
২য় দিনের মত আন্দোলনে রমেক শিক্ষার্থীরা (ছবি : দৈনিক অধিকার)

স্বাস্থ্য অধিদপ্তরের এক খসড়া বিজ্ঞপ্তি অনুসারে, মেডিকেল/ডেন্টাল কলেজ/প্রতিষ্ঠানের এমবিবিএস বা বিডিএস কোর্সের শিক্ষার্থীদের ইন্টার্নশিপ দুই বছর করা হবে বলে জানানো হয়। এই সিদ্ধান্ত বাতিলে সারা দেশব্যাপী মানববন্ধন শুরু হয়।

সোমবার (২ সেপ্টেম্বর) দ্বিতীয় দিনের মতো রংপুর মেডিকেলের শিক্ষার্থীরা মানববন্ধনের আয়োজন করে। সকাল ১১টায় শিক্ষার্থীরা হাসপাতালের সামনে ১ ঘণ্টাব্যাপী শান্তিপূর্ণ মানববন্ধন করেন। স্লোগানে স্লোগানে মুখরিত ছিল হাসপাতাল অঙ্গন। আন্দোলনরত শিক্ষার্থীদের মূল দাবি ছিল একটাই, ‘‘আমরা দুইবছর ইন্টার্নশিপ বাতিল চাই, আপাতত বাতিল বলে কোন কথা নাই।’’

আন্দোলন সম্পর্কে জানতে চাইলে রংপুর মেডিকেলের শেষ বর্ষের শিক্ষার্থী স্বাগতম সরকার দৈনিক অধিকারকে বলেন, ‘আমরা পাঁচ বছর অ্যাকাডেমিক পড়াশোনা শেষে প্রফেসরদের আন্ডারে ইন্টার্নশিপ করি। কিন্তু উপজেলায় সে সুযোগ নেই। আর ইন্টার্নশিপ স্বাস্থ্যসেবার অংশ নয় স্বাস্থ্যশিক্ষার অংশ। তাই এই সিদ্ধান্ত সম্পূর্ণ অযৌক্তিক। অতিদ্রুত এই সিদ্ধান্ত সম্পূর্ণ স্থায়ীভাবে প্রত্যাহারের দাবি জানাই।’

শেষ বর্ষের শিক্ষার্থী লতিফুজ্জামান স্নিগ্ধ বলেন, ‘গত রবিবার (১ সেপ্টেম্বর) প্রকাশিত স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে দেখা যায় আমাদের ২ বছর ইন্টার্নশিপ এর সিদ্ধান্তটি ‘‘আপাতত’’ স্থগিত করা হয়েছে। তবে আমরা এর স্থায়ী স্থগিতাদেশ চাই। স্থায়ীভাবে এই অধ্যাদেশ বাতিল না হওয়া পর্যন্ত আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব এবং মন্ত্রণালয় যত বিলম্ব করবে আমাদের আন্দোলন ততোই তীব্র হতে থাকবে। বাংলাদেশের সকল সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজের শিক্ষার্থীরা ২ বছরের ইন্টার্নশিপ বাতিলের পক্ষে স্পষ্টভাবে অবস্থান নিয়েছে। আমরা আশা রাখি অতি দ্রুত এ বিষয়ে মন্ত্রণালয় আমাদের দাবি মেনে নিবে নাহলে আমরা ভবিষ্যতে আইনি সহায়তা নেবার পাশাপাশি মাননীয় প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করতে বাধ্য হবো। দেশে প্রতিবছর অনেক ডাক্তার বের হচ্ছে তবুও চিকিৎসক সংকট। যারা এই অবস্থার জন্য দায়ী মূলত তারাই ইন্টার্নদের ঘাড়ে বন্দুক রাখতে চাচ্ছে ও স্বাস্থ্যখাতের অবনতির পায়তারা করছে। কিন্তু আমরা কখনোই তাদের অযৌক্তিক সিদ্ধান্ত মেনে নিব না।’

প্ল্যাকার্ড হাতে শিক্ষার্থীদের বিক্ষোভ (ছবি : দৈনিক অধিকার)

শেষ বর্ষের আরেক শিক্ষার্থী বেনজীর আহমেদ হিমু বলেন, ‘আমরা ভর্তির সময় ৫ বছর অ্যাকাডেমিক পড়াশোনা এবং এক বছরের ইন্টার্নশিপ এই কথার পরিপ্রেক্ষিতেই ডাক্তার হওয়ার জন্য মেডিকেলে ভর্তি হই। যেখানে অন্য প্রফেশনে ৪ বছরে গ্র্যাজুয়েশন সম্পূর্ণ হয়ে যায় সেখানে শুধু গ্র্যাজুয়েশন করতেই আমাদের ৬ থেকে সাড়ে ৬ বছর সময় লেগে যায়। সেখানে উপজেলা পর্যায়ে আরও এক বছর অতিরিক্ত ইন্টার্নশিপ করতে হলে সাড়ে ৭ বছরে আমাদের গ্র্যাজুয়েশন শেষ করতে হবে। ডাক্তার সংকট নিরসনে শূন্য পদ গুলোতে চিকিৎসক নিয়োগ না দিয়ে আমাদের ওপর ১ বছর অতিরিক্ত ইন্টার্নশিপের বোঝা চাপিয়ে দেওয়া কখনো যুক্তিযুক্ত নয়।যা পুরোই আমাদের জন্য অবিচার। কর্তৃপক্ষ যতই আপাতত প্রত্যাহার, বা আলোচনার কথা বলে গোঁজামিল দিয়ে কোনোরকমে আন্দোলনকে ডাইভার্ট করার চেষ্টা করুক লাভ নেই। আমরা এসব খসড়ার সরাসরি বাতিল না হওয়া পর্যন্ত যেকোনো মূল্যে আন্দোলন চালিয়ে যাবো। চিকিৎসা ব্যবস্থা নিয়ে সব ধরনের ষড়যন্ত্রের অবসান হোক। আর অবশ্যই, ডাক্তারদের নিরাপত্তা নিশ্চিত করা হোক। Say no to 2 years internship.’

রংপুর মেডিকেলের ৩য় বর্ষের শিক্ষার্থী মো. আশফাকুজ্জামান আকাশ বলেন, ‘স্বাস্থ্য অধিদপ্তরের গতকালের এক প্রজ্ঞাপনে বলা হয়েছে যে দুইবছর ইন্টার্নশিপ আপাতত প্রত্যাহার করা হয়েছে। কিন্ত আপাতত প্রত্যাহার করে আন্দোলন ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হলেও সম্পূর্ণ বাতিল না করা পর্যন্ত এই আন্দোলন চলবে।’

অধ্যক্ষ বরাবর স্মারকলিপি প্রদান (ছবি : দৈনিক অধিকার)

১ম বর্ষের আরেক শিক্ষার্থী ফাহিম মুনতাসিম বলেন, ‘তিনটা প্রশ্ন করবো। সিকিউরিটি? সম্মান? শিক্ষা? আমাকে এই তিনটার নিশ্চয়তা দিতে পারবেন? মানবসেবা করতে জ্ঞান লাগে ভাই, জ্ঞানের জন্য শিখানো লাগে। উপজেলায় একজন ইন্টার্ন নাপা আর ডমপেরিডন দিয়ে কি শিখবে?’

সারা দেশের প্রায় সব মেডিকেল কলেজের শিক্ষার্থীরা এমন অযৌক্তিক প্রস্তাবনার বিরুদ্ধে নিজেদের ক্যাম্পাসে মানববন্ধন করেন। মানববন্ধন শেষে রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ বরাবর শিক্ষার্থীরা একটি স্মারকলিপি প্রদান করেন।

ওডি/এমএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড