• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩০ °সে
  • বেটা ভার্সন
sonargao

বুটেক্স বিজনেস স্টাডিজের নতুন ডিন অধ্যাপক মনিরুল

  বুটেক্স প্রতিনিধি

০২ সেপ্টেম্বর ২০১৯, ২১:৩৩
অধ্যাপক মনিরুল
বিজনেস স্টাডিজের নতুন ডিন অধ্যাপক মনিরুল (ছবি : সম্পাদিত)

বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) টেক্সটাইল ম্যানেজমেন্ট ও বিজনেস স্টাডিজ ফ্যাকাল্টির ডিন হিসেবে নিযুক্ত হলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক মনিরুল ইসলাম।

রবিবার (১ সেপ্টেম্বর) এক অফিস আদেশের মাধ্যমে তাকে এ নিয়োগ প্রদান করা হয়।

৪র্থ বারের মতো দায়িত্ব পাবার অনুভূতি প্রকাশ করে বুটেক্স সাংবাদিক সমিতিকে তিনি বলেন, ‘চতুর্থ বারের মতো দায়িত্ব পাওয়াটা একটা সম্মানের বিষয়। যদিও বিশ্ববিদ্যালয়ের সূচনালগ্নে আমি পরপর ২ বার এ ফ্যাকাল্টির ডিন হিসেবে দায়িত্ব পালন করে এসেছি। সেদিক থেকে চাকরি জীবনের শেষে এসে আবারও ডিনের দায়িত্ব প্রদান করায় বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য মহোদয় এবং সিন্ডিকেট সদস্যদের প্রতি আমি কৃতজ্ঞ।’

তিনি আরও বলেন, ‘ডিন হিসেবে দায়িত্ব পালন করার মেয়াদ ২ বছর হলেও পুরো সময় আমার পক্ষে দায়িত্ব পালন করা সম্ভব হবে না। কারণ, ২ বছর শেষ হওয়ার আগেই আগামী ২০২০ সালের শেষের দিকে আমার চাকরির মেয়াদ শেষ হয়ে যাবে।’

শেষের দিকে এসে দায়িত্ব পাওয়ায় এখনি ফ্যাকাল্টির জন্য কোন পরিকল্পনা আছে কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘পরিকল্পনা অবশ্যই আছে। আমি এ ফ্যাকাল্টির প্রতিষ্ঠাতা ডিন ছিলাম। মূলত এ ফ্যাকাল্টির প্রয়োজনীয়তা অনুভব করার পর এ ব্যাপারে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ও মন্ত্রণালয়ের অনুমোদনের জন্য প্রয়োজনীয় তথ্য-উপাত্ত তাদের কাছে পেশ করি। অনুমোদনের পর এ ফ্যাকাল্টির আন্ডারে একটা মাত্র বিভাগ ছিল। এরপর ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং (আইপিই) বিভাগ খোলা হয়। আইপিই নিয়ে কাজ করার পরিকল্পনা আছে বিশেষভাবে। তবে আমি চেষ্টা করবো এই ফ্যাকাল্টির বিভাগগুলোকে আরও ডাইনামিক করতে।’

ওডি/এমএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড