• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

নোবিপ্রবিতে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ; কক্ষ ভাঙচুর

  নোবিপ্রবি প্রতিনিধি

০১ সেপ্টেম্বর ২০১৯, ০৯:৩০
নোবিপ্রবি
ছাত্রলীগের দুই গ্রপের সংঘর্ষ (ছবি : সম্পাদিত)

কথা কাটাকাটির জেরে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে হলের প্রায় ১৫টি রুমের মতো ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় উভয়পক্ষের ১০ জন আহত হয়েছেন। আহতদের নোয়াখালী সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।

শনিবার (৩১ আগস্ট) রাত ৯টা থেকে ১২ পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ভাষা শহীদ আব্দুস সালাম হলের ভেতর দফায় দফায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, সংঘর্ষে জড়ানো দুই গ্রুপ সভাপতি ও সাধারণ সম্পাদক গ্রুপ।

প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার রাতে আব্দুস সালাম হলে সভাপতি গ্রুপে এক সিনিয়রের সঙ্গে সাধারণ সম্পাদক গ্রুপের জুনিয়রের কথা কাটাকাটির জেরে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় হলে দফায় দফায় সংঘর্ষ হয়। হলের প্রায় ১০টি রুম ভাঙচুর করা হয়।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর নেওয়াজ মোহাম্মদ বাহাদুর বলেন, কথা কাটাকাটির জেরে দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। ক্যাম্পাসে পুলিশ মোতায়েন করা হয়েছে। এখন নিয়ন্ত্রণে আছে।

ওডি/আরএআর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড