• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১  |   ৩৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

নিরাপত্তার দাবিতে ইবি শিক্ষার্থীদের মানববন্ধন

  ইবি প্রতিনিধি

৩১ আগস্ট ২০১৯, ২১:২৩
মানববন্ধন
ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মানববন্ধন (ছবি : দৈনিক অধিকার)

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ১৩-১৪ শিক্ষাবর্ষের ছাত্র ও ছাত্রলীগ কর্মী বিপুল হোসেনের ক্যাম্পাস পার্শ্ববর্তী বাড়ীতে (আনন্দনগর) ৩০ আগস্ট রাতে র‍্যাবের তল্লাশির প্রতিবাদে ও সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩১ আগস্ট) দুপুর ১২ টায় প্রশাসন ভবনের সামনে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে শিক্ষার্থীদের নিরাপত্তার দাবিতে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় শিক্ষার্থীদের হাতে বিভিন্ন স্লোগান সম্বলিত ফেস্টুন দেখা যায়।

যুবায়ের আল মাহমুদের সঞ্চালনায় মানববন্ধনে ইংরেজি বিভাগের শিক্ষার্থী তৌকির মাহফুজ মাসুদ বলেন, ‘আমরা কোন সন্ত্রাসী সংগঠন করি না। আমরা জননেত্রী শেখ হাসিনার ছাত্রলীগ করি। ছাত্রলীগ কর্মী বিপুলের বাড়িতে র‍্যাব তল্লাশি করে কী প্রমাণ করতে চাচ্ছে তা বোধগম্য নয়।’

অর্থনীতি বিভাগের শিক্ষার্থী মিজানুর রহমান লালন বলেন, ‘ছাত্রলীগ কর্মী বিপুলের বাড়িতে অতর্কিত হামলার ঘটনায় যদি বিচার না হয় তাহলে আমরা দুর্বার আন্দোলন গড়ে তুলবো। বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্দেশ্যে বলতে চাই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কোন বিতর্কিত কর্মকাণ্ডে ব্যবহার করবেন না।’

তন্ময় সাহা টনি বলেন, ‘সাধারণ শিক্ষার্থী বা ছাত্রলীগ সহযোদ্ধাদের বাসায় আর যদি কখনো র‍্যাব যায় তবে এর ফলাফল আপনারা রাজপথে দেখতে পাবেন এবং এই ক্যাম্পাস অনির্দিষ্টকালের জন্য আমরা বন্ধ করে দিবো।’

তিনি আরও বলেন, ‘সাধারণ শিক্ষার্থী বা ছাত্রলীগের কারও বাসায় যদি প্রশাসন নোংরামি করে বা চক্রান্ত করে হামলা চালায় বা তল্লাশির নামে মানসিকভাবে হেনস্থা করে সঙ্গে সঙ্গে আমরা এর তীব্র প্রতিবাদ গড়ে তুলবো। আমরা ছাত্রলীগ পরিবার এর তীব্র নিন্দা জানাই।’

এছাড়াও বক্তব্য প্রদান করেন- শিশির ইসলাম বাবু, ফয়সাল সিদ্দিকী আরাফাত, আলমগীর হোসেন আলো, রিজভী আহমেদ পাপনসহ আরও অনেকে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর (ভারপ্রাপ্ত) সহযোগী অধ্যাপক ড. আনিছুর রহমান বলেন, ‘বিশ্ববিদ্যালয় ও এর পার্শ্ববর্তী এলাকায় শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন সদা প্রস্তুত। আমরা আমাদের পক্ষ থেকে সর্বোচ্চ নিরাপত্তা দিয়ে যাচ্ছি।’

ওডি/এমএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড