• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

তিতুমীর কলেজে পুনর্মিলনীর রেজিস্ট্রেশন শুরু

  মামুন সোহাগ

৩১ আগস্ট ২০১৯, ১৯:১৯
রেজিস্ট্রেশন কার্যক্রম
রেজিস্ট্রেশন কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠান (ছবি : দৈনিক অধিকার)

জমকালো আয়োজনের মধ্য দিয়ে তিতুমীর কলেজের পুনর্মিলনীর রেজিস্ট্রেশন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। রাজধানী ঢাকার সরকারি তিতুমীর কলেজের ৫০ বছর পূর্তিতে তিন মাসব্যাপী পুনর্মিলনীর এই রেজিস্ট্রেশন প্রক্রিয়া চালু করা হয়।

শনিবার (৩১ আগস্ট) সকাল ৯ টায় তিতুমীর কলেজের সাবেক ছাত্র ও বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি রেজিস্ট্রেশনের উদ্বোধন করেন।

এ সময় বাণিজ্যমন্ত্রী বলেন, ‘মুক্তিযুদ্ধের চেতনা ও আদর্শকে ধারণ করে বড় পরিসরে রাজধানীতে সরকারি তিতুমীর কলেজের ৫০ বছর পূর্তি অনুষ্ঠান উদযাপন করা হবে। আমি নিজেও এই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী এবং এই অনুষ্ঠানটিকে স্মরণীয় করার জন্য আগামী ডিসেম্বরে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমন্ত্রণ জানানো হবে।’

রেজিস্ট্রেশন উপ কমিটির আহ্বায়ক সরকারি তিতুমীর কলেজের সাবেক জিএস সৈয়দ জহুরুল আমিন কাইয়ুমের সভাপতিত্বে ও সদস্য সচিব শফিকুল ইসলাম বাসেকের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সরকারি তিতুমীর কলেজের অধ্যক্ষ অধ্যাপক আশরাফ হোসেন।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- পুনর্মিলনী উদযাপন কমিটির যুগ্ম আহ্বায়ক সরকারি তিতুমীর কলেজের সাবেক ভিপি বীর মুক্তিযোদ্ধা কামাল উদ্দিন আহমেদ, বীর প্রতীক আনোয়ার হোসেন, তিতুমীর কলেজের সাবেক ভিপি সিরাজ উদ্দিন আহমেদ, বীর মুক্তিযোদ্ধা আবদুল্লাহ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবু জাফর সূর্য, পুনর্মিলনী উদযাপন পর্ষদের দপ্তর উপ-কমিটির আহ্বায়ক সদস্য সচিব কাজী সালাউদ্দিন পিটু, সরকারি তিতুমীর কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি আমজাদ হোসেন, সাবেক সাধারণ সম্পাদক মানিক হোসেন, বর্তমান সভাপতি মো.রিপন মিয়া, সাধারণ সম্পাদক মাহমুদুল হক জুয়েল মোড়ল প্রমুখ।

পুনর্মিলনী উদযাপন কমিটির যুগ্ম আহবায়ক মুক্তিযোদ্ধা কামাল উদ্দিন আহমেদ জানান, সরাসরি ফর্ম ফিলাপের মাধ্যমে এবং অনলাইনের মাধ্যমে সরকারি তিতুমীর কলেজের সাবেক শিক্ষার্থীরা পুনর্মিলনীর রেজিস্ট্রেশন করতে পারবেন। সরাসরি রেজিস্ট্রেশনের জন্য সরকারি তিতুমীর কলেজে রেজিস্ট্রেশন বুথ থাকবে। ৩০ নভেম্বর পর্যন্ত এই রেজিস্ট্রেশনের কার্যক্রম চলবে।

উল্লেখ্য, সরকারি তিতুমীর কলেজের ৫০ বছর এবং স্বাধীনতার ৫০ বছর উপলক্ষে তিন মাসব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এ উপলক্ষে আগামী ২৮ ডিসেম্বর কলেজ ক্যাম্পাসে প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। সেজন্য আজ থেকে প্রাক্তন শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু হয়েছে।

ওডি/এমএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড