• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩০ °সে
  • বেটা ভার্সন
sonargao

ঢাবিতে জাতির পিতার জন্য গানের লিরিকস প্রতিযোগিতা

  ক্যাম্পাস ডেস্ক

২৫ আগস্ট ২০১৯, ২২:১৮
ডিইউবিএস
ঢাকা বিশ্ববিদ্যালয় ব্যান্ড সোসাইটি (ছবি : সংগৃহীত)

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ‘পিতার জন্য গান’ শীর্ষক এক লিরিকস প্রতিযোগিতার আয়োজন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় ব্যান্ড সোসাইটি (ডিইউবিএস)।

শনিবার (২৪ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

ডিইউবিএসের সভাপতি তানভীর আলম ফারাবীর সভাপতিত্বে প্রফেসর হাবিবুল্লাহ কনফারেন্স হলের এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক শিবলী রুবাইয়াতুল ইসলাম।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- ডিইউবিএসের মডারেটর সহযোগী অধ্যাপক মোহাম্মদ আইনুল ইসলাম, শিরোনামহীন ব্যান্ডের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান এবং সংগীত শিল্পী শফিক তুহিন।

উল্লেখ্য, আগামী ১৫ নভেম্বর পর্যন্ত এই প্রতিযোগিতা চলবে। প্রতিযোগিতায় শ্রেষ্ঠ লিরিকস রচয়িতাকে পুরস্কৃত করা হবে এবং সেটি নিয়ে বঙ্গবন্ধুর ওপর একটি গান রচনা করা হবে। এতে বিচারকের দায়িত্ব পালন করবেন ‘শিরোনামহীন ব্যান্ড’-এর জিয়াউর রহমান এবং শফিক তুহিন।

ওডি/এমএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড