• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

বেরোবিতে উদ্যোক্তা সৃষ্টি ও দক্ষতা উন্নয়নের রেজিস্ট্রেশন শুরু

  বেরোবি প্রতিনিধি

২৫ আগস্ট ২০১৯, ২০:২৭
বেরোবি
রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু (ছবি : দৈনিক অধিকার)

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) তরুণ ‘উদ্যোক্তা সৃষ্টি ও দক্ষতা উন্নয়ন’ কার্যক্রমের রেজিস্ট্রেশন শুরু হয়েছে।

রবিবার (২৫ আগস্ট) সকালে বিশ্ববিদ্যালয়ের পুলিশ ফাঁড়ির সামনে এই কার্যক্রম শুরু হয়। ‘তারুণ্যের শক্তি বাংলাদেশের সমৃদ্ধি’ এই স্লোগানকে সামনে রেখে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ কর্তৃক বিভাগীয় পর্যায়ে এই কার্যক্রমের আয়োজন করে।

বিশ্ববিদ্যালয়ে এই কার্যক্রমটি আনুষ্ঠানিকভাবে শুরুর প্রসঙ্গে রেজিস্ট্রার আবু হেনা মুস্তাফা কামাল বলেন, ‘গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের গৃহীত এটি একটি সময়োপযোগী উদ্যোগ। বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীসহ শিক্ষিত তরুণ সমাজ এতে সাড়া দেবে। নিজেদেরকে নতুন প্রজন্মের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলবেন এবং একইসাথে আগামী দিনের বাংলাদেশকে উন্নত-সমৃদ্ধ দেশে পরিণত করতে প্রত্যয়ী হবেন বলে তিনি আশা প্রকাশ করে।’

আগামী ৩১ আগস্ট পর্যন্ত ক্যাম্পাসে পুলিশ ফাঁড়ি সংলগ্ন নির্দিষ্ট বুথে প্রতিদিন সকাল-সন্ধ্যা রেজিস্ট্রেশন কার্যক্রম চলবে। প্রয়োজনীয় প্রশিক্ষণ নিয়ে নতুন প্রজন্মের উদ্যোক্তা হতে আগ্রহী শিক্ষার্থীবৃন্দ এতে রেজিস্ট্রেশন করতে পারবেন।

ওডি/এমএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড