• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

ঢাবিতে নির্মাণ শ্রমিকের মৃত্যু

  ক্যাম্পাস ডেস্ক

২৫ আগস্ট ২০১৯, ১৮:০৪
ঢাকা বিশ্ববিদ্যালয়
ঢাকা বিশ্ববিদ্যালয় (ছবি : সংগৃহীত)

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নির্মাণাধীন ২১তলা শেখ রাসেল টাওয়ার থেকে ইট পড়ে এক শ্রমিক নিহত হয়েছেন।

রবিবার (২৫ আগস্ট) সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে বলে জানা যায়। নিহত শ্রমিকের নাম বাহাদুর (৪২)। তার বাড়ি রংপুর জেলার বদরগঞ্জ উপজেলার কচুয়াপাড়া গ্রামে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকালে ভবনের নিচে কাজ করছিলেন বাহাদুর। হঠাৎ উপর থেকে তার মাথায় একটি ইট পড়ে। তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢাবি প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী বলেন, ‘এটা একটা দুর্ঘটনা। এ রকম দুর্ঘটনা যেন আর না ঘটে সে জন্য আমরা শ্রমিকদের আরও সচেতন করব। এ ঘটনায় আমরা মর্মাহত।’

এ ব্যাপারে ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, ‘ময়না তদন্তের জন্য নিহত বাহাদুরের মরদেহ ঢামেকের মর্গে রাখা হয়েছে।’

মৃত বাহাদুরের ছেলে সাকিব জানান, ‘বাবা কাজের জন্য ঢাকা আসেন। কোথাও কাজ না পেয়ে আজ সকালে ঢাবির নির্মাণাধীন শেখ রাসেল টাওয়ারে আসেন। হঠাৎ ওই ভবনের উপর থেকে একটি ইট তার মাথায় পড়ে। এতে তিনি গুরুতর আহত হন। পরে ঢামেক হাসপাতালে নেয়া হলে সেখানে তিনি মারা যান।’

ওডি/এসএসকে

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড