• বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১  |   ৩০ °সে
  • বেটা ভার্সন
sonargao

২৭ আগস্ট ঢাবিতে জাতীয় কবির ৪৩তম মৃত্যুবার্ষিকী পালিত হবে

  ক্যাম্পাস ডেস্ক

২৫ আগস্ট ২০১৯, ১৭:০০
ঢাকা বিশ্ববিদ্যালয়
ঢাকা বিশ্ববিদ্যালয় (ছবি : সংগৃহীত)

আগামী ২৭ আগস্ট (মঙ্গলবার) ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) পালিত হতে যাচ্ছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৩তম মৃত্যুবার্ষিকী। ঢাবি কর্তৃপক্ষ এ উপলক্ষে ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) মাহমুদ আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানা যায়।

সূত্রে জানা যায়, কর্মসূচি অনুযায়ী ওই দিন বাদ ফজর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে কুরআন খতম করা হবে। এছাড়া, সকাল ৭টায় কলা ভবন প্রাঙ্গণে অপরাজেয় বাংলার পাদদেশে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীগণ একত্রিত হবেন। সেখান থেকে উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের নেতৃত্বে সকাল সোয়া ৭টায় শোভাযাত্রা সহকারে জাতীয় কবির সমাধিতে গমন, পুষ্পস্তবক অর্পণ ও ফাতেহা পাঠ করা হবে। পরে কবির মাজার প্রাঙ্গণে উন্মুক্ত মঞ্চে উপাচার্যের সভাপতিত্বে এবং বাংলা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. ভীষ্মদেব চৌধুরীর সঞ্চালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

ওডি/এসএসকে

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড