• বুধবার, ১৭ এপ্রিল ২০২৪, ৪ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

বঙ্গবন্ধুর ছবি ভাঙচুর, ছাত্রলীগের বিক্ষোভ মিছিল

  বেরোবি প্রতিনিধি

২৫ আগস্ট ২০১৯, ১৬:৫৭
বিক্ষোভ মিছিল
বেরোবি ছাত্রলীগের বিক্ষোভ মিছিল (ছবি : দৈনিক অধিকার)

জাতির পিতা ‘বিশ্ববন্ধু’ শেখ মুজিবুর রহমান ও জননেত্রী শেখ হাসিনার ছবি ভাঙচুর করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) শাখা ছাত্রলীগ।

রবিবার (২৫ আগস্ট) দুপুর ১টায় কেন্দ্রীয় ক্যাফেটেরিয়া থেকে বিক্ষোভ শুরু করে সারা ক্যাম্পাস প্রদক্ষিণ করা হয়। বিক্ষোভ শেষে কবি হেয়াদ মামুদ ভবনের সামনে দুই শতাধিক নেতাকর্মীরা সমবেত হয়।

এ সময় বক্তব্য দেন- বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ সভাপতি আবু মুন্নাফ আল তুষার কিবরিয়া, সাধারণ সম্পাদক নোবেল শেখ ও সাবেক সাংগঠনিক সম্পাদক মারুফ ভূঁইয়া।

এ সময় নোবেল শেখ বলেন, ‘বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে একটি গ্রুপ যারা ২১শে আগস্ট রাতে ন্যক্কারজনক ঘটনা ঘটিয়েছে তা কোনো আদর্শিত ছাত্রলীগ ঘটাতে পারে বলে আমি বিশ্বাস করি না। আমরা ছাত্রলীগের পক্ষ থেকে এর তীব্র নিন্দা জানাচ্ছি এবং বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে জড়িতদের দ্রুত গ্রেফতার ও তাদের ছাত্রত্ব বাতিলের জন্য আহ্বান জানাচ্ছি।’

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ সভাপতি তুষার কিবরিয়া বলেন, ‘যারা ২১শে আগস্ট এ হামলা করতে পারে তারা অন্য কেউ, তারা ছাত্রলীগ হতে পারে না। গত ৪/৫ মাস থেকে তারা বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করছে । তারা কী প্রোগ্রাম করে তা আপনারা জানেন।’

তিনি আরও বলেন, ‘বাংলাদেশ পুলিশ প্রধান আসামিসহ তিনজনকে গ্রেফতার করেছে এজন্য আমরা প্রশাসনকে ধন্যবাদ জানাই। আরও যারা বঙ্গবন্ধুর ছবি ভাঙচুর করেছে তাদের দ্রুত গ্রেফতার করে শাস্তি দেয়া হোক। যারা বহিরাগত, বিশ্ববিদ্যালয়ের ছাত্র নয়, টোকাই, সন্ত্রাসী তাদের আপনারা মোকাবিলা করবেন।’

ওডি/এমএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড