• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১  |   ৩৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

টিভি বিতর্কে জবিকে হারিয়ে তিতুমীরের জয়

  জিটিসি প্রতিনিধি

২৫ আগস্ট ২০১৯, ১১:১৯
তিতুমীর কলেজ
বিজয়ী দল তিতুমীর কলেজ বিতর্ক ক্লাব (ছবি : সংগৃহীত)

২৩তম জাতীয় টেলিভিশন বিতর্ক প্রতিযোগিতায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব হলকে হারিয়ে প্রথমবারের মতো টিভি বিতর্কে বিজয়ী হয়েছে রাজধানী ঢাকার সরকারি তিতুমীর কলেজ বিতর্ক ক্লাব (জিটিসি-ডিসি)।

শনিবার (২৪ আগস্ট) রামপুরা বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) অডিটোরিয়ামে অনুষ্ঠিত বিতর্ক প্রতিযোগিতায় বিতর্কের বিষয় ছিল ‘উন্নয়নশীল দেশকে এগিয়ে নিতে সাধারণ শিক্ষার চেয়ে কারিগরি শিক্ষার প্রয়োজনীয়তাই অধিক।’

২৩তম জাতীয় টেলিভিশন বিতর্ক প্রতিযোগিতায় সভাপতিত্বে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতির অধ্যাপক ড. এ. এস. এম. মাকসুদ কামাল। বিতর্ক বিষয়ের পক্ষে ছিল সরকারি তিতুমীর কলেজ বিতর্ক ক্লাব। এতে কলেজটির মো. জাবেদ ইকবাল, মো. হাসনাইন, মাহাবুব হাসান রিপন বিতর্কে অংশ নেন। এ প্রতিযোগিতায় মাহাবুব হাসান রিপন শ্রেষ্ঠ বক্তা হিসেবে কৃতিত্ব অর্জন করেন।

অন্যদিকে, বিতর্ক বিষয়ের বিপক্ষে ছিল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব হল। এতে জবির বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব হলকে হারিয়ে প্রথমবারের মতো টিভি বিতর্কে বিজয়ী হয়েছে সরকারি তিতুমীর কলেজ বিতর্ক ক্লাব।

বিতর্কের সময় বিটিভি কার্যালয়ে জিটিসি-ডিসির মডারেটর, তিতুমীর কলেজ রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক সালমা মুক্তা উপস্থিত ছিলেন। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তিনি উচ্ছ্বসিত হয়ে জানান, আজকের জয়টা আমাদেরই ছিল। আমরা শুধু চিনেছি এগিয়ে যাওয়ার পথ। পথ হারাইনি। সে পথটাকে চিনি নিয়েই বাকি পথটুকু হেঁটে যাব আগ্রহ আর মনোবলের জোরে এমনটিই চেয়েছিলাম আমরা।

ওডি/আরএআর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড