• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

সিকৃবিতে সিওয়াইবির নতুন কমিটি গঠন

  সিকৃবি প্রতিনিধি

২৩ আগস্ট ২০১৯, ০৯:০৭
সিকৃবি
নতুন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক (ছবি : সম্পাদিত)

ভোক্তা অধিকার বিষয়ক ‘কনসাস কনজুমার্স সোসাইটির’ (সিসিএস) যুব সংগঠন ‘কনজ্যুমার ইয়ুথ বাংলাদেশ’ (সিওয়াইবি) সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় (সিকৃবি) শাখার নতুন কমিটি গঠন করা হয়েছে।

বৃহস্পতিবার (২২ আগস্ট) বিকাল ৪টায় বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি, অ্যানিম্যাল অ্যান্ড বায়োমেডিকেল সায়েন্সেস অনুষদের নতুন ভবনের ৪র্থ তলায় এক অনুষ্ঠানের মাধ্যমে নতুন কমিটির সকল সদস্যদের নাম ঘোষণা করেন কনজ্যুমার ইয়ুথ বাংলাদেশের (সিওয়াইবি) সিকৃবি শাখার বিদায়ী কমিটির সভাপতি সামছুল আলম রকি। আগামী এক বছরের জন্য এ কমিটি ঘোষণা করা হয়।

ভেটেরিনারি, অ্যানিম্যাল অ্যান্ড বায়োমেডিকেল সায়েন্সেস অনুষদের ৪র্থ বর্ষের শিক্ষার্থী রায়হান মাহমুদ লস্কর সভাপতি এবং একই অনুষদের ৪র্থ বর্ষের শিক্ষার্থী মুজাহিদুল ইসলামকে সাধারণ সম্পাদক করে ৩৮ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।

কমিটির সহসভাপতি হলেন- রাহুল পাল, মিল্টন রায়, নীলোৎপল দে, মোশাররফ হোসেন। যুগ্মসম্পাদক হয়েছেন- আবদুল্লাহ মাহমুদ আসিফ, ফাহমিদা আক্তার, ইরিন জেরিন জেসি, নাতাশা তাসনিয়া।

কমিটির অন্যান্যরা হলেন- সাংগঠনিক সম্পাদক তাজুল ইসলাম, যুগ্মসাংগঠনিক সম্পাদক কানন তালুকদার, প্রলয় চক্রবর্তী, অফিস সম্পাদক সানজিদা অর্পা, অর্থসম্পাদক তিলোত্তমা তূর্য, সহকারী অর্থসম্পাদক সিদ্দিকুর রহমান সুজন, প্রচার সম্পাদক শবনম শিপা, মাহদী হাসান, ভোক্তা অধিকার সম্পাদক চয়ন রাজ ঘোষ, স্রাবন্তী বণিক, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মো. আল ইবনে রিফাত, আমিনুল হক, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক সূচনা আক্তার, জি. এম. কিবরিয়া, তাজমিন আরা,ক্রীড়া ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক অমিয় দাস, কলিম উদ্দিন, গণমাধ্যম বিষয়ক সম্পাদক দেবাশীষ বিশ্বাস, পরিকল্পনা বিষয়ক সম্পাদক উওম আচার্য, জাহান আল নুর, কার্যকরী সদস্য নাইমুল ইসলাম, রায়হানুল হক ফাহিম, শাওন দেবনাথ, জাহিদ খান, রিয়াজুল ইসলাম, হাবিবা সুলতানা, ফারদাহ চৌধুরী, আফরোজা আফরিন।

ওডি/আরএআর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড