• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩৫ °সে
  • বেটা ভার্সন
sonargao

শেকৃবির ৪৭ শিক্ষার্থীর ইন্টার্নশিপ সার্টিফিকেট অর্জন

  শেকৃবি প্রতিনিধি

২২ আগস্ট ২০১৯, ০১:২৬
সনদপত্র
ইন্টার্নশিপ সার্টিফিকেট প্রদান (ছবি : সংগৃহীত)

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) এনিম্যাল সায়েন্স অ্যান্ড ভেটেরিনারি মেডিসিন অনুষদের উদ্যোগে ৩য় ব্যাচের ৪৭ জন শিক্ষার্থীকে ইন্টার্নশিপের সনদপত্র বিতরণ করা হয়েছে।

বুধবার (২১ আগস্ট) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অনুষদের সেমিনার কক্ষে আয়োজিত অনুষ্ঠানে ইন্টার্নশিপের সনদপত্র বিতরণ করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. কামাল উদ্দিন আহাম্মদ।

এনিম্যাল সাইন্স অ্যান্ড ভেটেরিনারি মেডিসিন অনুষদের ডিন অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে ইন্টার্নশিপ সার্টিফিকেট প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. কামাল উদ্দিন আহাম্মদ। বিশেষ অতিথি ছিলেন- উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সেকেন্দার আলী, রেনেটা জেনারেল ম্যানেজার মো. সিরাজুল হক, গেস্ট অফ অনার ছিলেন অধ্যাপক ড. লাম ইয়া আসাদ। শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন ডা. টিপু সুলতান ও ডা. কাকলী মুহান্ত কেয়া।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. কামাল উদ্দিন আহাম্মদ বলেন, ‘জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি উজ্জ্বল করতে ছাত্রছাত্রীদের সততা, নিষ্ঠা ও দক্ষতার সঙ্গে কাজ করতে হবে। পেশাগত দক্ষতা অর্জনের লক্ষ্যে কর্মক্ষেত্রে তাদের বাস্তব অভিজ্ঞতার প্রয়োগ করতে হবে।’

ওডি/এমএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড