• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৪ °সে
  • বেটা ভার্সন
sonargao

সিকৃবিতে হৃদয়ে বঙ্গবন্ধু শীর্ষক আলোচনা সভা

  সিকৃবি প্রতিনিধি

২০ আগস্ট ২০১৯, ২১:৫৩
আলোচনা সভা
হৃদয়ে বঙ্গবন্ধু শীর্ষক আলোচনা সভা (ছবি : দৈনিক অধিকার)

জাতীয় শোক দিবস ২০১৯ উপলক্ষে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে (সিকৃবি) “হৃদয়ে বঙ্গবন্ধু” শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২০ আগস্ট) সিকৃবির কেন্দ্রীয় অডিটোরিয়ামে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবসের তাৎপর্য শীর্ষক এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বিশ্ববিদ্যালয়ের জাতীয় দিবস উদযাপন কমিটির ব্যবস্থাপনায় উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিকৃবির উপাচার্য অধ্যাপক ড. মো. মতিয়ার রহমান হাওলাদার।

ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. সায়েম উদ্দিন আহমেদের সভাপতিত্বে ও শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক প্রফেসর ড. জীতেন্দ্রনাথ অধিকারীর সঞ্চালনায় আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন- ডিন কাউন্সিলের আহ্বায়ক অধ্যাপক ড. মো. আবুল কাশেম, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ নূর হোসেন মিঞা, প্রক্টর ড. মো. সোহেল মিঞা, বঙ্গবন্ধু ফাউন্ডেশন সিকৃবি শাখার সভাপতি অধ্যাপক ড. মো. আবদুল বাসেত, বঙ্গবন্ধু কৃষিবিদ পরিষদ সিকৃবি শাখার সভাপতি অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন, প্যারাসাইটোলজি বিভাগের অধ্যাপক ডা. মো. জামাল উদ্দিন ভূঞা প্রমুখ।

আলোচনা সভার শুরুতেই ১৫ আগস্ট নিহত বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সদস্যদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।

ওডি/এমএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড