• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

ডাকসু ভিপির ওপর হামলার প্রতিবাদে জাবিতে মানববন্ধন

  জাবি প্রতিনিধি

২০ আগস্ট ২০১৯, ১৬:৩৪
জাবিতে মানববন্ধন
বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের মানববন্ধন (ছবি : সংগৃহীত)

পটুয়াখালীর গলাচিপাতে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি নুরুল হক নুরের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে ‘বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ’ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা।

মঙ্গলবার (২০ আগস্ট) দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে মানববন্ধনটি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম আহ্বায়ক জয়নাল আবেদিন শিশির বলেন, ‘বারবার ডাকসুর ভিপির ওপর হামলা করা হয়েছে। সে যেখানেই যাচ্ছে সেখানেই হামলা করা হচ্ছে। আমাদের প্রত্যেকটা কর্মসূচি বিভিন্নভাবে ক্ষমতাসীন ছাত্র সংগঠন ভণ্ডুল করে দিচ্ছে। বাংলাদেশের মানুষ যখন জেগে উঠবে, আপনারা হামলাকারীরা জনস্রোতের মুখে খড়কুটোর মতো ভেসে যাবেন।’

জাবি শাখার যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম বলেন, ‘আমরা সাধারণের অধিকারের কথা বলি। দেশের যেকোনো অন্যায়, অনিয়ম, দুর্নীতির প্রতিবাদ করি। যা সরকার ও ক্ষমতাসীনদের মাথা ব্যথার কারণ। এজন্য ক্ষমতাসীন দল নানা ধরনের হামলা ও মামলা দিয়ে আমাদের দমিয়ে রাখতে চায়, আমাদের কণ্ঠ রোধ করতে চায়। আমরা সরকারকে স্পষ্ট বলে দিতে চাই আমাদের শেষ বিন্দু রক্ত পর্যন্ত দেশের জনগণের যেকোনো অধিকার রক্ষায় লড়ে যাব।’

জাবি শাখার আহ্বায়ক শাকিল উজ-জামান বলেন, ‘আমরা এমন এক পরিস্থিতিতে এখানে কথা বলতে দাঁড়িয়েছি যখন কেউ সত্য কথা বললেই তার উপর বর্বরোচিত হামলা করা হয়। যতই হামলা মামলার ভয় দেখানো হোক না কেন, আমরা অন্যায়ের বিরুদ্ধে কথা বলে যাবো।’

সমন্বয়ক আবু সাইদ বলেন, ‘অপরাধীরা অপরাধ করছে কিন্তু তারা রাজনৈতিকভাবে শেল্টার পেয়ে যাচ্ছে। মত প্রকাশ করতে গিয়ে যদি হামলা মামলার শিকার হতে হতে হয় তাহলে এটা হবে গণতন্ত্রের জন্য হুমকি স্বরূপ।’

প্রসঙ্গত, গত ১৪ আগস্ট (বুধবার) পটুয়াখালীর গলাচিপায় ডাকসু ভিপি নুরুল হক নুরের ওপর হামলার ঘটনা ঘটে। এতে নুরের সঙ্গে থাকা তার অন্তত ২৫ জন সঙ্গী আহত হন।

ওডি/এমএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড