• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১  |   ৩৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

রুয়েট শিক্ষকে লাঞ্ছিতের ঘটনায় গ্রেফতার ৩

  ক্যাম্পাস ডেস্ক

২০ আগস্ট ২০১৯, ১৬:১৫
আটক
রুয়েট শিক্ষকে লাঞ্ছিতের ঘটনায় আটকরা (ছবি : সংগৃহীত)

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) শিক্ষক রাশিদুল ইসলামকে লাঞ্ছিতের ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (২০ আগস্ট) সকালে মহানগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) উপ-পুলিশ কমিশনার আবু আহাম্মদ আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেফতাররা হলেন, নগরীর মোল্লাপাড়া এলাকার মোস্তাকের ছেলে বকুল আহমেদ (১৯), আলিরমোড় এলাকার দুলালের ছেলে শাহানুর হোসেন খোকন (১৯) ও নগরীর কাদিরগঞ্জ এলাকার শহিদুলের ছেলে রিপন মন্ডল (১৮)।

উপ-পুলিশ কমিশনার আবু আহাম্মদ আল মামুন জানান, ‘সোমবার দুপুরে নগরীর সোনাদিঘী মোড় থেকে তাদের আটক করা হয়। পরে রাতে জিজ্ঞাসাবাদ শেষে তাদের বোয়ালিয়া থানায় সোপর্দ করা হয়।’

এ ব্যাপারে বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিবারণ চন্দ্র দাস বলেন, ‘তিন জনকে আটক করে নগর গোয়েন্দা পুলিশ থানায় সোপর্দ করেছে।’

উল্লেখ্য, গেল ১০ আগস্ট স্ত্রীকে যৌন হয়রানির প্রতিবাদ করতে গিয়ে হামলার শিকার হন রুয়েট শিক্ষক রাশিদুল ইসলাম। ওই দিন তিনি ঘটনার বর্ণনা দিয়ে তার ফেসবুক ওয়ালে হামলার ঘটনাটি তুলে ধরেন। এরপর ফেসবুক স্ট্যাটাসটি ভাইরাল হয়।

ওডি/এসএসকে

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড