• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ২৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

যবিপ্রবির সিএসই বিভাগের শিক্ষার্থীর অকাল মৃত্যু

  যবিপ্রবি প্রতিনিধি

১৯ আগস্ট ২০১৯, ১৫:১৬
যবিপ্রবি
মৃত যবিপ্রবির শিক্ষার্থী প্রসেনজিৎ মজুমদার (ছবি : সংগৃহীত)

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল (সিএসই) বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী প্রসেনজিৎ মজুমদার হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। সোমবার (১৯ আগস্ট) সকাল ১০টায় খুলনাতে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

প্রসেনজিৎ মজুমদারের সহপাঠীদের কাছ থেকে জানা যায়, প্রসেনজিৎ মজুমদার গুরুতরভাবে হৃদরোগে আক্রান্ত হলে তার বন্ধুরা তাকে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য পরামর্শ দেন। তখন যশোর থেকে তাকে খুলনা ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে তার চিকিৎসা চলাকালীন সময়ে তিনি মৃত্যুবরণ করেন।

প্রসেনজিৎ মজুমদার বিশ্ববিদ্যালয়ের নিকটস্থ আমবটতলার একটি ছাত্রাবাসে থাকতেন। প্রসেনজিৎ মজুমদার ঝিনাইদহ জেলার শৈলকুপা থানার কবিরপুর গ্রামের প্রশান্ত মজুমদারের ছেলে। অকাল মৃত্যুতে তার নিজ পরিবারসহ বিশ্ববিদ্যালয় পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।

ওডি/আরএআর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড