• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩২ °সে
  • বেটা ভার্সন
sonargao

বিভাগে শিক্ষার্থী আছে ১৬৩ জন; নেই শিক্ষক!

  ক্যাম্পাস ডেস্ক

১৮ আগস্ট ২০১৯, ১১:০৭
শিক্ষক
জয়পুরহাট সরকারি মহিলা কলেজ (ছবি : সংগৃহীত)

জয়পুরহাট সরকারি মহিলা কলেজে ব্যবসায় শিক্ষা বিভাগে শিক্ষার্থী আছে, কিন্তু কোনো শিক্ষক নেই। শিক্ষক না থাকার সত্ত্বেও প্রতি বছর শিক্ষার্থী ভর্তি করে যাবতীয় ফি আদায় করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। ২০১৯-২০ শিক্ষাবর্ষে কলেজটির ব্যবসায় শিক্ষা শাখায় শিক্ষার্থী রয়েছে ১৬৩ জন।

দ্বাদশ শ্রেণির কয়েকজন শিক্ষার্থী অভিযোগ করে বলেন, শিক্ষক না থাকায় শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে।

এ প্রসঙ্গে কলেজটির গণিত বিভাগের শিক্ষক সিদ্দিক মোহাম্মদ আবু সাঈদ জানান, শিক্ষার্থীদের ভবিষ্যৎ চিন্তা করে জরুরি ভিত্তিতে পদ সৃষ্টি করা ও শিক্ষক দেওয়া দরকার।

জানতে চাইলে এ বিষয়ে কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. আমানত আলী জানান, শিক্ষা মন্ত্রণালয়ে বার বার আবেদন পাঠানো হলেও এ নিয়ে কোনো সুরাহা হয়নি। দুই জন অতিথি শিক্ষক নিয়ে পাঠদান চালানো হচ্ছে। শিক্ষার্থীদের কাছ থেকে আদায় করা ফি থেকে অতিথি শিক্ষকদের সম্মানী দেওয়া হচ্ছে। সংযুক্ত দিয়ে হলেও দ্রুত শিক্ষকের প্রয়োজন।

প্রসঙ্গত, ২০১৩-১৪ শিক্ষাবর্ষ থেকে জয়পুরহাট সরকারি মহিলা কলেজ উচ্চ মাধ্যমিক পর্যায়ে ব্যবসায় শিক্ষা বিভাগ চালু করা হয়।

ওডি/আরএআর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড