• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

রুয়েট শিক্ষকের ওপর হামলার তদন্ত শুরু

  ক্যাম্পাস ডেস্ক

১৭ আগস্ট ২০১৯, ০৯:৫৫
রুয়েট
রুয়েট শিক্ষক রাশিদুল ইসলাম (ছবি : সংগৃহীত)

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) শিক্ষক রাশিদুল ইসলামের ওপর হামলার ঘটনায় তদন্ত শুরু হয়েছে। রুয়েটের ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের এ শিক্ষকের ওপর হামলার ঘটনা ফেসবুকে জানতে পেরে এ বিষয়ে সাধারণ ডায়েরি করেন বোয়ালিয়া থানার অফিসার ইনচার্জ নিবারণ চন্দ্র।

এ প্রসঙ্গে বোয়ালিয়া থানার ওসি তদন্ত মাহবুব হোসেন বলেন, বৃহস্পতিবার রাতে পুলিশের পক্ষ থেকে শিক্ষক রাশিদুল ইসলামকে তদন্তে সহযোগিতার জন্য বলা হয়েছিল। শিক্ষক রাশিদুল ইসলাম এসে কোথায় ঘটনাটি ঘটেছিল সেটি দেখিয়েছে। তার বর্ণনামতে, সোনাদীঘি মসজিদের সামনে হামলার ঘটনা ঘটেছে।

তিনি বলেন, আশেপাশের সিসি ক্যামেরার ফুটেজ চেক করা হচ্ছে। যেহেতু ঈদের আগে ওই এলাকায় অনেক ভীড় ছিল। সে কারণে সময় লাগছে।

মাহবুব হোসেন আরও জানান, আমরা ওই এলাকার ব্যবসায়ী ও স্থানীয়দের সঙ্গেও কথা বলেছি, কিন্তু এখন পর্যন্ত কোনো প্রত্যক্ষদর্শী পাইনি। তবে আমরা গুরুত্ব-সহকারে বিষয়টি দেখছি, দ্রুতই তদন্ত সম্পন্ন হবে।

উল্লেখ্য, গেল ১০ আগস্ট স্ত্রীকে যৌন হয়রানির প্রতিবাদ করতে গিয়ে হামলার শিকার হন রুয়েট শিক্ষক রাশিদুল ইসলাম। ওই দিন তিনি ঘটনার বর্ণনা দিয়ে তার ফেসবুক ওয়ালে হামলার ঘটনাটি তুলে ধরেন। এরপর ফেসবুক স্ট্যাটাসটি ভাইরাল হয়।

ওডি/আরএআর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড