• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১  |   ৩৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

হাবিপ্রবিতে জাতীয় শোক দিবস পালিত

  হাবিপ্রবি প্রতিনিধি

১৫ আগস্ট ২০১৯, ১৫:৫৯
হাবিপ্রবি
হাবিপ্রবিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ (ছবি : সংগৃহীত)

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) জাতীয় শোক দিবস ২০১৯ পালিত হয়েছে।

বৃহস্পতিবার (১৫ আগস্ট) এ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ে দিনব্যাপী কর্মসূচি পালিত হয়।

কর্মসূচির অংশ হিসেবে ভোরে জাতীয় পতাকা অর্ধনমিত করে উত্তোলন করা হয়। সকাল সোয়া ৯টায় উপাচার্য অধ্যাপক ড. মু. আবুল কাসেমের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ছাত্র-ছাত্রী, কর্মকর্তা ও কর্মচারীগণ কালো ব্যাচ ধারণ করেন এবং শোক র‍্যালি বের করা হয়। শোক র‍্যালিটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস প্রদক্ষিণ করে। পরে উপাচার্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিদেহী আত্মার প্রতি শ্রদ্ধা জানাতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন।

ক্রমান্বয়ে পুষ্পমাল্য অর্পণ করেন- বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, ছাত্রলীগের হাবিপ্রবি শাখার নেতৃবৃন্দ, কর্মচারীগণ, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সংগঠন, হাবিপ্রবি স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীরা। পরে শিশুদের নিয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

জাতির জনক ও তার পরিবারের অন্যান্য সদস্যদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বাদ যোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে বিশেষ মোনাজাত করা হয়।

ওডি/এসএসকে

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড