• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ২৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

৩ দিনে রিফাতের বিল ২ লাখ ৭০ হাজার

  ঢাবি প্রতিনিধি

১৫ আগস্ট ২০১৯, ১২:২১
ঢাবি
নিহত ঢাবি শিক্ষার্থী রিফাত হোসাইন (ছবি : সম্পাদিত)

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে নিহত ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী রিফাত হোসাইনের তিন দিনে অ্যাপোলো হাসপাতালে বিল আসে ২ লাখ ৭০ হাজার টাকা, এর মধ্যে ২ লাখ ২০ হাজার টাকা মওকুফ করে দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। বাকি ৫০ হাজার টাকা দিয়েছে ঢাবি প্রশাসন। এই বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক সাদ বিন কাদের চৌধুরী।

এ বিষয়ে সাদ বিন কাদের চৌধুরী রবিবার (১১ আগস্ট) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দেন তিনি। এতে লিখেন ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমুদ্র বিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র রিফাতের মৃত্যুর সংবাদ শুনে আমি অ্যাপোলো হাসপাতালে যাই। সেখানে ডাকসুর সদস্য রাইসা নাসেরসহ রিফাতের সহপাঠীরা ছিল। হাসপাতালে বিল আসে ২ লাখ ৭০ হাজার টাকা। আমি গিয়ে ডাকসুর জিএস গোলাম রাব্বানী ভাই এবং ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বিষয়টি অবহিত করি। অ্যাপোলো হাসপাতালের কর্মকর্তাদের সঙ্গে কথা বলি। তারাও হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেন। এর মধ্যে রাব্বানী ভাই জিয়া হলের জিএস শান্ত, এফ রহমান হলের জিএস রাহিম এবং শহীদুল্লাহ হলের দেলোয়ারকে পাঠান। এর মধ্যে ডাকসুর অন্যান্য সদস্যদের সঙ্গে আমার কথা হয়।

হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে দীর্ঘক্ষণ আলোচনার একপর্যায়ে তারা ২ লাখ ২০ হাজার টাকা মওকুফ করে। আর ৫০ হাজার টাকার প্রয়োজনের বিষয়টি প্রক্টর স্যারকে অবহিত করি এবং স্যার আমাকে জানান, বিশ্ববিদ্যালয় প্রশাসন ৫০ হাজার টাকা পরিশোধ করবেন। তাই রিফাতের পরিবারকে কোনো টাকা পরিশোধ করতে হয়নি।’

তিনি আরও লিখেন, ‘রিফাত অ্যাপোলোতে ভর্তি হওয়ার আগে উত্তরার একটি হাসপাতালের আইসিউতে প্রায় ৪-৫ দিন ভর্তি ছিল। তাই কেউ অসুস্থ হলে হাসপাতালে ভর্তি হওয়ার আগে সচেতন হন। চেষ্টা করবেন ঢাকা মেডিকেল অথবা বঙ্গবন্ধু মেডিকেল থেকে ট্রিটমেন্ট করাতে। এইসব হাসপাতালের বারান্দায়ও অন্যান্য হাসপাতালের কেবিন থেকে ভালো চিকিৎসা হয়। সবাই রিফাতের জন্য দোয়া করবেন। আল্লাহ রিফাতকে জান্নাতবাসী করুক আমিন।’[

ওডি/আরএআর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড