• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১  |   ৩৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

ডেঙ্গু প্রতিরোধে ববি বাঁধনের সচেতনতামূলক পোস্টারিং ক্যাম্প

  ক্যাম্পাস ডেস্ক

১০ আগস্ট ২০১৯, ১৫:১৯
ববি
ববি বাঁধনের সচেতনতামূলক পোস্টারিং ক্যাম্প (ছবি : সংগৃহীত)

বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) ডেঙ্গু জ্বর প্রতিরোধে সচেতনতামূলক পোস্টারিং করল বিশ্ববিদ্যালয় শাখা স্বেচ্ছায় রক্ত দাতাদের সংগঠন ‘বাঁধন’। বৃহস্পতিবার (৮ আগস্ট ) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের নিচ তলায় পোস্টারিং ক্যাম্পের উদ্বোধন সম্পন্ন হয়।

বিশ্ববিদ্যালয়েন ট্রেজারার ও দায়িত্বপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মাহবুব হাসান অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন।

অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. একে এম মাহবুব হাসান জানান, ডেঙ্গু প্রতিরোধে ইতোমধ্যে আমরা ক্যাম্পাসে পরিষ্কার পরিচ্ছন্নতা ও মশকনিধন কর্মসূচি পালন করেছি। এ সময় বাঁধনের পোস্টারিংয়ের প্রশংসা করেন উপাচার্য।

এ ব্যাপারে বাঁধন বরিশাল বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি তৌফিক ওমর জানান, ডেঙ্গু যেভাবে মহামারী রূপ নিচ্ছে। তাতে শুধু ঔষুদ দিয়ে এর প্রতিরোধ করা সম্ভব নয়। প্রয়োজন ব্যাপক ভিত্তিক জনসচেতনতা। আর এই জনসচেতনতা সৃষ্টি করায় আমাদের পোস্টারিংয়ের মূল উদ্দেশ্য।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. সুব্রত কুমার দাস, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, বাঁধনের উপদেষ্টা শিক্ষকমণ্ডলী, ছাত্রউপদেষ্টাসহ বাঁধন কর্মীরা উপস্থিত ছিলেন।

ওডি/আরএআর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড