• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

ঘুমের ওষুধ খেয়ে চবি শিক্ষার্থীর আত্মহত্যার চেষ্টা

  ক্যাম্পাস ডেস্ক

১০ আগস্ট ২০১৯, ১১:১৩
চবি
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (ছবি : সংগৃহীত)

ঘুমের ওষুধ খেয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সরওয়ার সায়হান নামে এক শিক্ষার্থী আত্মহত্যার চেষ্টার ঘটনা ঘটেছে। শুক্রবার (৯ আগস্ট) বিকালে বিশ্ববিদ্যালয়ের শাহজালাল হলের সামনে আত্মহত্যার চেষ্টা করেন তিনি। সরওয়ার সায়হান বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের শিক্ষার্থী।

জানতে চাইলে এ বিষয়ে সরওয়ারের সহপাঠীরা বলেন, শুক্রবার বিকাল ৩টার দিকে সরওয়ারের প্রেমিকার সঙ্গে ঝগড়া হয়। এরপর সে শাহজালাল হলের সামনের এক দোকান থেকে ঘুমের ওষুধ কিনে ২০টি ওষুধ একসঙ্গে খেয়ে আত্মহত্যার চেষ্টা করে। পরবর্তী সময়ে তালিব নামের এক শিক্ষার্থী সরওয়ারকে বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে নিয়ে যান। অবস্থা গুরুতর দেখে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। বর্তমানে সে শঙ্কামুক্ত।

এ বিষয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন ইউনিটের সহকারী রেজিস্ট্রার ডা. মো. মাঈনউদ্দীন খান জানান, ওই শিক্ষার্থী ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করে। আমরা তাকে চিকিৎসা দিচ্ছি। বর্তমানে সে শঙ্কামুক্ত রয়েছে। ২৪ ঘণ্টা পর্যবেক্ষণে রাখা হবে।

ওডি/আরএআর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড