• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১  |   ৩৫ °সে
  • বেটা ভার্সন
sonargao

বেরোবির কর্মচারীদের আন্দোলন সাময়িক স্থগিত

  অধিকার ডেস্ক    ০৯ আগস্ট ২০১৯, ১২:৪২

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (ছবি : সংগৃহীত)

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) উপাচার্য অধ্যাপক ডক্টর নাজমুল আহসান কলিমউল্লাহ কর্মচারীদের যাবতীয় সমস্যা সমাধানের আশ্বাস দেওয়ায় আন্দোলন সাময়িকভাবে স্থগিত করেছে কর্মচারীরা।

মঙ্গলবার (৬ আগস্ট) উপাচার্যের বাসভবনে কর্মচারীদের সঙ্গে আলোচনার পর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তাদের এই আশ্বাস দেন।

উপাচার্যের আশ্বাস পেয়ে কর্মচারীরা সাময়িকভাবে তাদের আন্দোলন স্থগিত করছেন। দাবি আদায় না হলে ঈদুল আজহার ছুটির পর পুনরায় আন্দোলনে যাবেন কর্মচারী সমন্বয় পরিষদ।

জানা যায়, বুধবার (৭ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ায় সাংবাদিকদের সঙ্গে বৈঠকের পর কর্মচারী সমন্বয় পরিষদের আহ্বায়ক মাহবুবুর রহমান বাবু এই ঘোষণা দেন।

তিনি বলেন, ‘উপাচার্য স্যার আমাদের দাবিসমূহ গুরুত্ব সহকারে শুনেছেন এবং সমাধানের আশ্বাস দিয়েছেন। উপাচার্য মহোদয় আমাদের ব্যাপারে আন্তরিক হলেও একটি অদৃশ্য দেয়াল তার সঙ্গে আমাদের দূরত্ব তৈরি করছে।’

উল্লেখ্য, জুনের ২১ তারিখ থেকে ৩ দফা দাবিতে একটানা প্রায় ৪০ দিন কর্মবিরতি পালন করে বিশ্ববিদ্যালয়টির কর্মচারী সমন্বয় পরিষদ। কর্মচারীদের দাবিগুলো হলো- ৫৮ জন কর্মকর্তা-কর্মচারীর বকেয়া বেতন পরিশোধ, নীতিমালা প্রণয়ন ও সময়মতো পদোন্নতি।

ওডি/এসএসকে

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড