• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১  |   ৩৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

বঙ্গমাতা সম্মাননা পদক পেলেন জাবি উপাচার্য

  জাবি প্রতিনিধি

০৮ আগস্ট ২০১৯, ১৮:৩১
জাবি
সাবেক কৃষি মন্ত্রী বেগম মতিয়া চৌধুরী কাছ থেকে সম্মাননা স্মারক নিচ্ছেন জাবি উপাচার্য (ছবি : সংগৃহীত)

বঙ্গমাতা সম্মাননা পদক-২০১৯ লাভ করেছেন দেশের প্রথম নারী উপাচার্য ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম।

বৃহস্পতিবার (৮ আগস্ট) জাতীয় প্রেস ক্লাবে বঙ্গমাতা পরিষদ আয়োজিত বঙ্গমাতা শহীদ শেখ ফজিলাতুন্নেসা মুজিবের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও গুণীজন সম্মাননা অনুষ্ঠানে তিনি এই পদক লাভ করেন।

সাবেক কৃষি মন্ত্রী বেগম মতিয়া চৌধুরী ড. ফারজানা ইসলামের নিকট এই সম্মাননা স্মারক তুলে দেন।

প্রসঙ্গত, ফারজানা ইসলামের জন্ম ঢাকায়। তার পৈতৃক বাড়ি শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ উপজেলায়। ফারজানা ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগ থেকে ১৯৮০ সালে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন। এরপর ১৯৮২ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজতত্ত্ব বিভাগে যোগ দিয়ে শিক্ষকতা শুরু করেন। তিনি ১৯৮৬ সালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগে যোগ দেন এবং ২০০১ সালে সাসেক্স বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। নৃবিজ্ঞান বিভাগের সভাপতি হিসেবেও তিনি দায়িত্ব পালন করেন।

এরপর তিনি ২০১৪ সালের ২ মার্চ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ পান। সফলভাবে দায়িত্ব পালনের পর ২০১৮ সালের ১৫ ফেব্রুয়ারি চার বছরের জন্য দ্বিতীয় মেয়াদে উপাচার্যের দায়িত্ব পান তিনি।

শিক্ষকতার পাশাপাশি বেসরকারি সংস্থা ‘নাগরিক উদ্যোগ’ এর চেয়ারপারসন হিসেবেও দায়িত্ব পালন করছেন তিনি।

ওডি/আরএআর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড