• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩৪ °সে
  • বেটা ভার্সন
sonargao

জেনে নিন জাবির ভর্তি পরীক্ষার খুঁটিনাটি তথ্য

  আরিফুল ইসলাম আরিফ, জাবি প্রতিনিধি

০৭ আগস্ট ২০১৯, ২০:০৯
জাবি
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (ছবি : দৈনিক অধিকার)

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ২০১৯-২০ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বুধবার (৭ অগাস্ট) থেকে অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে, চলবে আগামী ৭ সেপ্টেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। আগামী ২২ সেপ্টেম্বর থেকে ৩ অক্টোবর পর্যন্ত ছয়টি অনুষদ ও তিনটি ইনস্টিটিউটের অধীনে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

চলুন জেনে নেওয়া যাক আবেদনের খুঁটিনাটি কিছু তথ্য-

ইউনিটভিত্তিক আবেদনের যোগ্যতা :

শিক্ষার্থীরা যোগ্যতা অনুযায়ী ৯টি ইউনিটের জন্য পৃথকভাবে ফরম পূরণ করতে হবে।

ইউনিটগুলো হলো– ‘এ’ ইউনিট (গাণিতিক ও পদার্থ বিষয়ক অনুষদ), ‘বি’ ইউনিট (সমাজবিজ্ঞান অনুষদ), ‘সি’ ইউনিট (কলা ও মানবিকী অনুষদ), ‘সি১’ ইউনিট (নাটক ও নাট্যতত্ত্ব এবং চারুকলা বিভাগ), ‘ডি’ ইউনিট (জীববিজ্ঞান অনুষদ), ‘ই’ ইউনিট (বিজনেস স্টাডিজ অনুষদ), ‘এফ’ ইউনিট (আইন অনুষদ), ‘জি’ ইউনিট (ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন), ‘এইচ’ ইউনিট (ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকেনোলজি) এবং ‘আই’ ইউনিট (বঙ্গবন্ধু তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউট)।

‘এ’ ইউনিট (গাণিতিক ও পদার্থ বিষয়ক অনুষদ) :

মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক উভয় পরীক্ষায় পৃথকভাবে নূন্যতম জিপিএ ৩.৫০ থাকতে হবে। এছাড়া বিষয়ভিত্তিক আলাদা শর্ত রয়েছে।

গণিত : মোট জিপিএ ৭.৫০, গণিতে A- (মাইনাস) গ্রেড।

পরিসংখ্যান : মোট জিপিএ ৭.৫০, পরিসংখ্যান/গণিতে B গ্রেড

রসায়ন : মোট জিপিএ ৮.০০, রসায়নে A গ্রেড এবং গণিতে B গ্রেড।

পদার্থবিজ্ঞান : মোট জিপিএ ৮.০০, পদার্থবিজ্ঞান ও গণিতে A গ্রেড।

ভূতাত্ত্বিক বিজ্ঞান : মোট জিপিএ ৮.০০, পদার্থবিজ্ঞান, রসায়ন ও গণিতে A- (মাইনাস) গ্রেড।

কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং : মোট জিপিএ ৮.৫০, পদার্থবিজ্ঞান ও গণিতে A গ্রেড।

পরিবেশ বিজ্ঞান : মোট জিপিএ ৮.৫০, গণিত, রসায়ন, পদার্থবিজ্ঞান ও জীববিদ্যাতে A- (মাইনাস) গ্রেড।

‘বি’ ইউনিট (সমাজবিজ্ঞান অনুষদ) :

মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক উভয় পরীক্ষায় পৃথকভাবে নূন্যতম জিপিএ ৩.৫০ থাকতে হবে। এছাড়া বিষয়ভিত্তিক আলাদা শর্ত রয়েছে।

অর্থনীতি :

(ক) উচ্চমাধ্যমিক বিজ্ঞান শাখা : মোট জিপিএ ৮.০০, ইংরেজি ও গণিতে A- (মাইনাস) গ্রেড।

(খ) উচ্চমাধ্যমিক মানবিক/ ব্যবসায় শিক্ষা/ অন্যান্য শাখা: মোট জিপিএ ৭.৫০, বাংলা ও ইংরেজিতে A- (মাইনাস) গ্রেড।

ভূগোল ও পরিবেশ :

ক) উচ্চমাধ্যমিক বিজ্ঞান/কৃষি শাখা : মোট জিপিএ ৭.৫০, বাংলা ও ইংরেজিতে B গ্রেড।

খ) উচ্চমাধ্যমিক মানবিক/ ব্যবসায় শিক্ষা/ অন্যান্য শাখা : মোট জিপিএ ৭.০০, বাংলা ও ইংরেজিতে B গ্রেড।

সরকার ও রাজনীতি :

ক) উচ্চমাধ্যমিক বিজ্ঞান/কৃষি শাখা: মোট জিপিএ ৮.০০, বাংলা A- (মাইনাস) এবং ইংরেজি B গ্রেড। খ) উচ্চমাধ্যমিক মানবিক/ ব্যবসায় শিক্ষা/ অন্যান্য শাখা: মোট জিপিএ ৭.০০, বাংলা A- (মাইনাস) এবং ইংরেজি B গ্রেড।

নৃবিজ্ঞান :

ক) উচ্চমাধ্যমিক বিজ্ঞান/কৃষি শাখা: মোট জিপিএ ৮.০০, বাংলা ও ইংরেজিতে A- (মাইনাস) গ্রেড।

খ) উচ্চমাধ্যমিক মানবিক/ ব্যবসায় শিক্ষা/ অন্যান্য শাখা: মোট জিপিএ ৭.৫০, বাংলা ও ইংরেজিতে A- (মাইনাস) গ্রেড।

নগর ও অঞ্চল পরিকল্পনা :

ক) উচ্চমাধ্যমিক বিজ্ঞান/কৃষি শাখা: মোট জিপিএ ৮.০০, বাংলা ও ইংরেজিতে A- (মাইনাস) গ্রেড।

খ) উচ্চমাধ্যমিক মানবিক/ ব্যবসায় শিক্ষা/ অন্যান্য শাখা: মোট জিপিএ ৭.৫০, বাংলা ও ইংরেজিতে A- (মাইনাস) গ্রেড।

লোক প্রশাসন :

ক) উচ্চমাধ্যমিক বিজ্ঞান/কৃষি শাখা: মোট জিপিএ ৮.০০, বাংলা ও ইংরেজিতে A- (মাইনাস) গ্রেড।

খ) উচ্চমাধ্যমিক মানবিক/ ব্যবসায় শিক্ষা/ অন্যান্য শাখা: মোট জিপিএ ৭.৫০, ইংরেজিতে A- (মাইনাস) গ্রেড।

‘সি’ ইউনিট (কলা ও মানবিকী অনুষদ) :

মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক উভয় পরীক্ষায় পৃথকভাবে নূন্যতম জিপিএ ৩.০০ থাকতে হবে। এছাড়া বিষয়ভিত্তিক আলাদা শর্ত রয়েছে।

বাংলা :

ক) উচ্চমাধ্যমিক মানবিক শাখা : মোট জিপিএ ৭.০০, বাংলায় A- (মাইনাস) গ্রেড।

(খ) উচ্চমাধ্যমিক বিজ্ঞান/ব্যবসায় শিক্ষা/ অন্যান্য শাখা : মোট জিপিএ ৭.৫০, বাংলায় A- (মাইনাস) গ্রেড।

ইংরেজি :

ক) উচ্চমাধ্যমিক মানবিক শাখা : মোট জিপিএ ৭.২৫, ইংরেজিতে A- (মাইনাস) গ্রেড।

খ) উচ্চমাধ্যমিক বিজ্ঞান/ব্যবসায় শিক্ষা/ অন্যান্য শাখা: মোট জিপিএ ৭.৭৫, ইংরেজিতে A- (মাইনাস) গ্রেড।

ইতিহাস :

ক) উচ্চমাধ্যমিক মানবিক শাখা: মোট জিপিএ ৭.০০, ইংরেজিতে A- (মাইনাস) গ্রেড।

খ) উচ্চমাধ্যমিক বিজ্ঞান/ব্যবসায় শিক্ষা/ অন্যান্য শাখা: মোট জিপিএ ৭.৫০, ইংরেজিতে A- (মাইনাস) গ্রেড।

দর্শন :

ক) উচ্চমাধ্যমিক মানবিক শাখা : মোট জিপিএ ৬.০০, বাংলা ও ইংরেজিতে B গ্রেড।

খ) উচ্চমাধ্যমিক বিজ্ঞান/ব্যবসায় শিক্ষা/ অন্যান্য শাখা: মোট জিপিএ ৭.০০, বাংলা ও ইংরেজিতে B গ্রেড।

প্রত্নতত্ত্ব :

ক) উচ্চমাধ্যমিক মানবিক শাখা: মোট জিপিএ ৬.৫০, বাংলা ও ইংরেজিতে B গ্রেড।

খ) উচ্চমাধ্যমিক বিজ্ঞান/ব্যবসায় শিক্ষা/ অন্যান্য শাখা: মোট জিপিএ ৭.০০,বাংলা ও ইংরেজিতে B গ্রেড।

আন্তর্জাতিক সম্পর্ক :

ক) উচ্চমাধ্যমিক মানবিক শাখা : মোট জিপিএ ৭.৫০, ইংরেজিতে A- (মাইনাস) গ্রেড।

(খ)উচ্চমাধ্যমিক বিজ্ঞান শাখা : মোট জিপিএ ৮.০০,ইংরেজিতে A- (মাইনাস) গ্রেড।

জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ :

(ক) উচ্চমাধ্যমিক মানবিক/ ব্যবসায় শিক্ষা/ অন্যান্য শাখা : মোট জিপিএ ৭.৫০, বাংলা ও ইংরেজিতে A- (মাইনাস) গ্রেড।

(খ) উচ্চমাধ্যমিক বিজ্ঞান শাখা : মোট জিপিএ ৮.০০, বাংলা ও ইংরেজিতে A- (মাইনাস) গ্রেড।

‘সি১’ ইউনিট (নাটক ও নাট্যতত্ত্ব এবং চারুকলা বিভাগ) :

মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক উভয় পরীক্ষায় পৃথকভাবে নূন্যতম জিপিএ ৩.০০ থাকতে হবে। এছাড়া বিষয়ভিত্তিক আলাদা শর্ত রয়েছে।

নাটক ও নাট্যতত্ত্ব :

ক) উচ্চমাধ্যমিক মানবিক শাখা : মোট জিপিএ ৬.০০, বাংলাসহ অন্য যেকোনো একটি বিষয়ে B গ্রেড।

খ) উচ্চমাধ্যমিক বিজ্ঞান/ব্যবসায় শিক্ষা/ অন্যান্য শাখা : মোট জিপিএ ৬.৫০, বাংলাসহ অন্য যেকোনো একটি বিষয়ে B গ্রেড।

চারুকলা :

উচ্চমাধ্যমিক মানবিক/বিজ্ঞান/ব্যবসায় শিক্ষা/ অন্যান্য শাখা : মোট জিপিএ ৬.০০, বাংলায় বি গ্রেড।

‘ডি’ ইউনিট (জীববিজ্ঞান অনুষদ) :

মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক উভয় পরীক্ষায় পৃথকভাবে নূন্যতম জিপিএ ৩.৫০ থাকতে হবে। এছাড়া বিষয়ভিত্তিক আলাদা শর্ত রয়েছে।

উদ্ভিদ বিজ্ঞান : মোট জিপিএ ৮.০০, জীববিজ্ঞান/ কৃষি বিজ্ঞানে A- (মাইনাস) গ্রেড।

প্রাণিবিদ্যা : মোট জিপিএ ৮.০০, জীববিজ্ঞানে A- (মাইনাস) গ্রেড।

ফার্মেসি : মোট জিপিএ ৮.৫০, রসায়ন, জীববিজ্ঞান ও গণিতে A- (মাইনাস) গ্রেড।

প্রাণরসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান : মোট জিপিএ ৮.০০, রসায়ন ও জীববিজ্ঞানে A- (মাইনাস) গ্রেড।

মাইক্রোবায়োলজি : মোট জিপিএ ৮.৫০, রসায়ন, জীববিজ্ঞান ও ইংরেজিতে A- (মাইনাস) গ্রেড।

বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং :

মোট জিপিএ ৮.৫০, রসায়ন, পদার্থবিজ্ঞান, জীববিজ্ঞান ও গণিতে A- (মাইনাস) গ্রেড।

পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেটিক্স : মোট জিপিএ ৮.০০, রসায়ন ও জীববিজ্ঞানে A- (মাইনাস) গ্রেড এবং গণিতে B গ্রেড।

‘ই’ ইউনিট (বিজনেস স্টাডিজ অনুষদ) :

মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক উভয় পরীক্ষায় পৃথকভাবে নূন্যতম জিপিএ ৩.৫০ থাকতে হবে। এছাড়া বিষয়ভিত্তিক আলাদা শর্ত রয়েছে।

ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং :

(ক) উচ্চমাধ্যমিক বিজ্ঞান শাখা: মোট জিপিএ ৭.৫০, ইংরেজি এবং গণিত/ অর্থনীতি/ হিসাববিজ্ঞান/ ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনায় B গ্রেড।

(খ) উচ্চমাধ্যমিক ব্যবসায় বিজ্ঞান/ মানবিক/ অন্যান্য শাখা: মোট জিপিএ ৭.০০, ইংরেজি এবং গণিত/ অর্থনীতি/ হিসাববিজ্ঞান/ ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনায় B গ্রেড।

মার্কেটিং :

(ক) উচ্চমাধ্যমিক বিজ্ঞান শাখা : মোট জিপিএ ৭.৫০, ইংরেজি এবং গণিত/ অর্থনীতি/ হিসাববিজ্ঞান/ ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনায় B গ্রেড।

(খ) উচ্চমাধ্যমিক ব্যবসায় বিজ্ঞান/ মানবিক/ অন্যান্য শাখা: মোট জিপিএ ৭.০০, ইংরেজি এবং গণিত/ অর্থনীতি/ হিসাববিজ্ঞান/ ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনায় B গ্রেড।

অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস :

(ক) উচ্চমাধ্যমিক বিজ্ঞান শাখা : মোট জিপিএ ৭.৫০, ইংরেজি এবং গণিত/ অর্থনীতি/ হিসাববিজ্ঞান/ ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনায় B গ্রেড।

(খ) উচ্চমাধ্যমিক ব্যবসায় বিজ্ঞান/ মানবিক/ অন্যান্য শাখা : মোট জিপিএ ৭.০০, ইংরেজি এবং গণিত/ অর্থনীতি/ হিসাববিজ্ঞান/ ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনায় B গ্রেড।

ম্যানেজমেন্ট স্টাডিজ :

(ক) উচ্চমাধ্যমিক বিজ্ঞান শাখা: মোট জিপিএ ৭.৫০, ইংরেজি এবং গণিত/ অর্থনীতি/ হিসাববিজ্ঞান/ ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনায় B গ্রেড।

(খ) উচ্চমাধ্যমিক ব্যবসায় বিজ্ঞান/ মানবিক/ অন্যান্য শাখা : মোট জিপিএ ৭.০০, ইংরেজি এবং গণিত/ অর্থনীতি/ হিসাববিজ্ঞান/ ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনায় B গ্রেড।

‘এফ’ ইউনিট (আইন অনুষদ) :

মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক উভয় পরীক্ষায় পৃথকভাবে নূন্যতম জিপিএ ৩.৫০ থাকতে হবে।

আইন ও বিচার :

উচ্চমাধ্যমিক বিজ্ঞান/ মানবিক/ ব্যবসায় শিক্ষা/ অন্যান্য শাখা: মোট জিপিএ ৮.০০, বাংলা ও ইংরেজিতে বি গ্রেড।

‘জি’ ইউনিট (ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন) :

মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক উভয় পরীক্ষায় পৃথকভাবে নূন্যতম জিপিএ ৪.০০ থাকতে হবে। এছাড়া বিষয়ভিত্তিক আলাদা শর্ত রয়েছে।

বিবিএ প্রোগ্রাম :

(ক) উচ্চমাধ্যমিক বিজ্ঞান শাখা : মোট জিপিএ ৮.৫০, ইংরেজি ও উচ্চতর গণিত/ পরিসংখ্যানে A- (মাইনাস) গ্রেড।

(খ) উচ্চমাধ্যমিক মানবিক/ ব্যবসায় শিক্ষা/ অন্যান্য শাখা : মোট জিপিএ ৮.০০, ইংরেজি ও হিসাববিজ্ঞান/ অর্থনীতি/ গণিত/ ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা/ ফাইন্যান্স/ ব্যাংকিং অ্যান্ড ইন্সুরেন্সে A- (মাইনাস) গ্রেড।

‘এইচ’ ইউনিট (ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকেনোলজি) :

মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক উভয় পরীক্ষায় পৃথকভাবে নূন্যতম জিপিএ ৩.৫০ থাকতে হবে।

ইনফরমেশন টেকনোলজি :

উচ্চমাধ্যমিক বিজ্ঞান শাখা : মোট জিপিএ ৮.০০, পদার্থবিজ্ঞান ও গণিতে এ গ্রেড।

‘আই’ ইউনিট (বঙ্গবন্ধু তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউট)

মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক উভয় পরীক্ষায় পৃথকভাবে নূন্যতম জিপিএ ৩.০০ থাকতে হবে। এছাড়া বিষয়ভিত্তিক আলাদা শর্ত রয়েছে।

বঙ্গবন্ধু তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি :

(ক) উচ্চমাধ্যমিক বিজ্ঞান/ব্যবসায় শিক্ষা/ অন্যান্য শাখা: মোট জিপিএ ৭.৫০, বাংলা ও ইংরেজিতে বি গ্রেড।

(খ) উচ্চমাধ্যমিক মানবিক শাখা: মোট জিপিএ ৭.০০, বাংলা ও ইংরেজিতে B গ্রেড।

আবেদন ফি :

এবছর ‘এ’, ‘বি’, ‘সি’, ‘ডি’ এবং ‘ই’ ইউনিটের প্রতিটির জন্য ৬০০ টাকা আবেদন ফি নির্ধারণ করা হয়েছে। এছাড়া ‘সি১’, ‘এফ’, ‘জি’, ‘এইচ’ এবং ‘আই’ ইউনিটের প্রতিটির জন্য আবেদন ফি ৪০০ টাকা।

আবেদন ফি পরিশোধের শেষ তারিখ : ৭ সেপ্টেম্বর ২০১৯ রাত ১১.৫৯ মিনিট প্রবেশপত্র সংগ্রহের শেষ তারিখ : ১৮ সেপ্টেম্বর ২০১৯ রাত ১১. ৫৯ মিনিট

ভর্তি পরীক্ষার নিয়মাবলী :

ভর্তি পরীক্ষা নিম্নেবর্ণিত নিয়ম অনুযায়ী অনুষ্ঠিত হবে।

১. এমসিকিউ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। Optical Mark Reader (OMR) পদ্ধতিতে উত্তরপত্র মূল্যায়ন করা হবে। প্রতিটি ভূল উত্তরের জন্য ০.২০ নাম্বার কাটা যাবে।

২. ভর্তি পরীক্ষার নম্বর ও সময়:

ক) ‘জি’ ইউনিট ব্যতীত অন্য সকল ইউনিটে ৮০ নম্বরের MCQ পদ্ধতিতে পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার সময় ৫৫ মিনিট তবে OMR শীট পুরণ করার জন্য আলাদাভাবে পাঁচ মিনিট দেওয়া হবে।

খ) ‘সি১’ ইউনিটে নাটক ও নাট্যতত্ত্ব এবং চারুকলা বিভাগের জন্য ২০ নম্বরের ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার পাশ নম্বর ৪০ শতাংশ।

গ) ‘জি’ ইউনিটে ৭৫ নম্বরের এমসিকিউ পদ্ধতিতে পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার সময় ৫৫ মিনিট। তবে OMR শিট পুরণ করার জন্য আলাদাভাবে পাঁচ মিনিট দেওয়া হবে।

৩. ভর্তি পরীক্ষা শেষ হওয়ার সর্বোচ্চ তিন দিনের মধ্যে সংশ্লিষ্ট ইউনিট অফিস ফল প্রকাশ করবে।

৪. ভর্তির সময় ছাত্র-ছাত্রীর মূল সনদপত্র অ্যাকাডেমিক ট্রান্সক্রিপ্ট, ভর্তি পরীক্ষার উত্তরপত্র, শিক্ষার্থীর আপলোড করা ছবি, স্বাক্ষর, হাতের লেখা ইত্যাদি যাচাই করা হবে।

৫. সকল ইউনিটের জন্য পরীক্ষার পাশ নম্বর ৩৩ শতাংশ।

৬. শুধু ‘সি’ ইউনিটের ইংরেজি বিভাগের ভর্তি পরীক্ষায় ইংরেজি বিষয়ে ১৫ নম্বরের মধ্যে কমপক্ষে ০৭ নম্বর পেতে হবে।

৭. OMR শিটের (উত্তরপত্র) নিচে নির্ধারিত স্থানে নির্দেশনা অনুযায়ী একটি বাংলা ও একটি ইংরেজি বাক্য লিখতে হবে।

৮. প্রতিবন্ধী ছাত্র ছাত্রীদের পরীক্ষা দেওয়ার জন্য বিশেষ সাহায্য প্রয়োজন হলে সংশ্লিষ্ট ইউনিট প্রধান বরাবর সাদা কাগজে আবেদন করে সম্মতি নিতে হবে।

৯. ভর্তি পরীক্ষার উত্তরপত্রে (OMR শিট) ভর্তি পরীক্ষার রোল নম্বর ও অন্যান্য ঘরে ইংরেজি সংখ্যায় লিখতে হবে এবং সে অনুযায়ী বৃত্ত ভরাট করতে হবে।

বিভিন্ন ইউনিটের ভর্তি পরীক্ষার নম্বর বণ্টন :

১. ‘এ’ ইউনিট : গণিত ২২, পদার্থবিজ্ঞান ২২, রসায়ন ২২, বাংলা ৩, ইংরেজি ৩ এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (বিজ্ঞান বিষয়ক) ৮ নম্বর।

২. ‘বি’ ইউনিট : বাংলা ১০, ইংরেজি ১৫, গণিত ১৫, সাধারণ জ্ঞান ২৫ এবং কৃত্রিম বুদ্ধিমত্তা ১৫ নম্বর।

৩. ক) ‘সি’ ইউনিট : বাংলা ১৫, ইংরেজি ১৫ এবং অনুষদ সংশ্লিষ্ট অন্যান্য ৫০ নম্বর।

খ) ‘সি১’ ইউনিট : বাংলা ১০, ইংরেজি ১০ এবং বিষয়ভিত্তিক ৬০ নম্বর।

৪. ‘ডি’ ইউনিট : বাংলা ও ইংরেজি ৮, রসায়ন ২৪, উদ্ভিদবিজ্ঞান ২২, প্রাণিবিদ্যা ২২ এবং বুদ্ধিমত্তা ৪ নম্বর।

৫. ‘ই’ ইউনিট : বাংলা ১৫, ইংরেজি ৩০, গণিত ১৫, হিসাববিজ্ঞান ও ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ২০ নম্বর।

৬. ‘এফ’ ইউনিট : বাংলা ২৫, ইংরেজি ২৫ এবং সাম্প্রতিক বিষয় ও কৃত্রিম বুদ্ধিমত্তা ৩০ নম্বর।

৭. ‘জি’ ইউনিট : বাংলা ৫, ইংরেজি ৩০, Mathematical Aptitude ও IQ ৩০, সাম্প্রতিক ও বিশ্লেষণমূলক প্রশ্ন ১০ এবং মৌখিক পরীক্ষায় ৫ নম্বর।

৮. ‘এইচ’ ইউনিট: বাংলা ৫, ইংরেজি ১৫, গণিত ৪০ এবং পদার্থবিজ্ঞানে ২০ নম্বর।

৯. ‘আই’ ইউনিট : বাংলা ১৫, ইংরেজি ১৫, বিশ্ব সাহিত্য ১০, সাধারণ জ্ঞান ১০, সংস্কৃতি ৫, নৃবিজ্ঞান ৫, প্রত্নতত্ত্ব ৫, বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ ও বাংলাদেশ ১০ এবং ইতিহাস ও ঐতিহ্য ৫।

এছাড়া আরও বিস্তারিত জানা যাবে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা সংক্রান্ত ওয়েবসাইটে

ওডি/আরএআর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড