• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ২৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

বিনামূল্যে ডেঙ্গুর চিকিৎসা দাবি শিক্ষার্থীদের

  গণবি প্রতিনিধি

০৭ আগস্ট ২০১৯, ১৬:৪৪
গণবি
এডিস মশা নিধন ও ডেঙ্গু সচেতনতা বৃদ্ধির কর্মসূচি হিসেবে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান (ছবি : দৈনিক অধিকার)

এডিস মশা নিধন ও ডেঙ্গু সচেতনতা বৃদ্ধির কর্মসূচি হিসেবে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে সাভারের গণ বিশ্ববিদ্যালয়ের (গণবি) শিক্ষার্থীরা।

বুধবার (৭ আগস্ট) বিকালে বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের আয়োজনে এবং সাধারণ ছাত্র পরিষদের সার্বিক সহযোগিতায় এ কার্যক্রমের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. দেলোয়ার হোসেন।

এ সময় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মীর মর্তুজা আলী বাবু, ব্যবসায় প্রশাসন বিভাগের বিভাগীয় প্রধান মনিরুল হাসান মাসুম, ইংরেজি বিভাগের প্রধান ড. মো. আমজাদ হোসেন, সাধারণ ছাত্র পরিষদের আহ্বায়ক রনি আহমেদ, যুগ্মআহ্বায়ক মাহবুবুর রহমান রনিসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী এবং কর্মকর্তা কর্মচারী প্রমুখ উপস্থিত ছিলেন।

ছবি

এডিস মশা নিধন ও ডেঙ্গু সচেতনতা বৃদ্ধির কর্মসূচি (ছবি : দৈনিক অধিকার)

গবি কেন্দ্রীয় ছাত্র সংসদের সহসভাপতি (ভিপি) জুয়েল রানা বলেন, বাংলাদেশের মানুষের আয়ের কথা মাথায় রেখে সরকারের কাছে সারাদেশের ডেঙ্গু রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবার ব্যবস্থা করার দাবি জানাচ্ছি।

রেজিস্ট্রার মো. দেলোয়ার হোসেন বলেন, আগামীতে আশেপাশের স্থানীয় জনপদেও সচেতনতামূলক প্রচারণা চালানো হবে। সেজন্য আমরা বিশেষজ্ঞ ডাক্তার এবং শিক্ষার্থীসহ কয়েকটি দলে ভাগ হয়ে কাজ করব।

কেন্দ্রীয় ছাত্র সংসদের সাধারণ সম্পাদক জানান, আমরা বিশ্ববিদ্যালয়ের আশেপাশের ঝোপ ঝাড় এবং শিক্ষার্থীদের বাসস্থানগুলোর আশপাশ পরিষ্কার করেছি। বিশেষ করে এডিস মশার আবাসস্থল, জমে থাকা স্বচ্ছ পানি সরিয়েছি।

ছাত্র সংসদের কোষাধ্যক্ষ খাদিজা আক্তার সেতু বলেন, আমরা সকলে যদি নিজের বাড়ি এবং চারপাশ পরিষ্কার রাখি তাহলেই ডেঙ্গু প্রতিহত করা সম্ভব।

ওডি/আরএআর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড