• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

ঢাবির ২ শিক্ষকের বিরুদ্ধে শিক্ষক নির্যাতনের অভিযোগ

  ঢাবি প্রতিনিধি

০৫ আগস্ট ২০১৯, ২১:২৩
ঢাকা বিশ্ববিদ্যালয়
অভিযুক্ত দুই শিক্ষক (ছবি : সংগৃহীত)

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সংগীত বিভাগের দুই শিক্ষকের বিরুদ্ধে শিক্ষক নির্যাতনের অভিযোগ উঠেছে। জানা যায়, জেদের ‘পছন্দের প্রার্থীর’ বিপরীতে লেকচারার পদে আবেদন করায় এক কর্মকর্তাকে ‘মানসিক নির্যাতন’ করে চাকরি ছাড়তে বাধ্য করার অভিযোগ উঠেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সংগীত বিভাগের সাবেক ও বর্তমান দুই চেয়ারম্যানের বিরুদ্ধে। ভুক্তভোগী কর্মকর্তার নাম জাকির হোসেন।

জাকির হোসেনের অভিযোগ, বিভাগের সাবেক চেয়ারম্যান ড. মহসীনা আক্তার খানম (লীনা তাপসী) ও বর্তমান চেয়ারম্যান টুম্পা সমাদ্দার নামাভাবে তাকে হুমকি ধামকি দিয়েছেন ও বিভাগের সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করেছেন। এছাড়া তাকে ফাঁসানোর জন্য ‘অপরিচিত লোকজনের’ মাধ্যমে পকেটে মাদক দ্রব্য রাখা ও ব্যবহৃত মোবাইল ফোন চুরির চেষ্টা করা হয়েছে।

‘মানসিক নির্যাতনের’ শিকার হয়ে সম্প্রতি চাকরি থেকে অব্যাহতি পাওয়ার জন্য প্রশাসনের কাছে অব্যাহতি পত্র জমা দেন জাকির হোসেন। অব্যাহতির প্রেক্ষাপট প্রসঙ্গে দুই চেয়ারম্যানের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বরাবর প্রেরণ করেন।

এ ব্যাপারে জাকির হোসেন বলেন, ‘বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট আমাকে নিয়োগ দেয়া স্বত্তেও তারা অনবরত আমাকে হয়রানি করেছে। তারা আমাকে বিভিন্নভাবে ফাঁসানোর চেষ্টা করেছে। এজন্য আমি ক্যাম্পাসে আসতে ভয় পাচ্ছি। আমি যেসব কথা বলেছি সবকিছুর প্রমাণ আমি উপাচার্য বরাবর জমা দিয়েছি। আমি যদি সুবিচার না পাই প্রয়োজনে মহামান্য আদালতের দ্বারস্থ হতে বাধ্য হব।’

জানতে চাইলে বিভাগের বর্তমান চেয়ারম্যান টুম্পা সমাদ্দার বলেন, ‘তাকে কোনরকম হয়রানি করা হয়নি। আমাদের বিভাগে অনেক শিক্ষকেরই বসার কক্ষ নাই তারও ছিলো না। সে কেন চলে গেছে তা আমি জানি না। তাকে নিয়ে আসার জন্য আমাদের কয়েকজন শিক্ষক তার বাড়িতে গিয়েছে, তার মোবাইলে বারবার ফোন দেয়া হয়েছে কিন্তু সে ধরেনি। আমরা বিভাগ থেকে ইউজিসিতে কোন পত্র দেইনি। সবকিছু বিশ্ববিদ্যালয় প্রশাসনের মাধ্যমেই নিয়মানুযায়ী হয়েছে। যেহেতু সে কর্তৃপক্ষের কাছে অভিযোগ দিয়েছে বাকিটা তারা দেখবে।’

এ বিষয়ে জানতে চাইলে সংগীত বিভাগের সাবেক চেয়ারম্যান ড. লীনা তাপসী বলেন, ‘তোমরা খোঁজ নিলে জানবে তার মাস্টার্স নেই সে ভারত থেকে একটা ডিপ্লোমা করেছে। তাকে আমরা বারবার এটা করতে বলেছি সে করেনি। তার সার্টিফিকেট চাওয়া হয়েছে কারণ এসব বিষয় বিভাগ দেখে। আর সে এমফিল করতে চেয়েছিল। তাই সার্টিফিকেট চেয়েছিলাম। তার চাকরি খাওয়ার ইচ্ছে থাকলে আরও অনেক আগে করতে পারতাম। কিন্তু তা করিনি আমরা।’

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেন, ‘আমি এসব অভিযোগের বিষয় জানিনা। এগুলো খুবই গুরুতর অভিযোগ। আমার কাছে পৌছালে আমি দেখব। অভিযোগ অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের নিয়মানুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’

ওডি/এমএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড