• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৩ °সে
  • বেটা ভার্সন
sonargao

ডেঙ্গু শনাক্তকরণ কর্মসূচি

মেডিকেল ক্যাম্প করার অনুমতি পেল না রাবি ছাত্রদল

  রাবি প্রতিনিধি

০৫ আগস্ট ২০১৯, ১৯:৫০
রাবি
রাজশাহী বিশ্ববিদ্যালয় (ছবি : সংগৃহীত)

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ডেঙ্গু শনাক্তকরণ ও সচেতনামূলক মেডিকেল ক্যাম্প করার জন্য অনুমতি চেয়েও অনুমোদন পায়নি বলে অভিযোগ করেছেন শাখা ছাত্রদলের নেতারা।

সোমবার (৫ আগস্ট) শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক কামরুল হাসান প্রেরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ অভিযোগ করা হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৯ জুলাই বিশ্ববিদ্যালয়ে ডেঙ্গু শনাক্তকরণ ও সচেতনামূলক ফ্রি মেডিকেল ক্যাম্পের বুথ স্থাপনের জন্য প্রক্টরের কাছে আবেদন করে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। তারা ৩ অথবা ৪ আগস্ট সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বুথে শিক্ষার্থীদের ডেঙ্গু শনাক্তকরণের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্পিং করার জন্য অনুমতি চায়। ক্যাম্পে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) এর বিশেষজ্ঞ প্রতিনিধি দলকে আমন্ত্রণ জানানো হয়। কিন্তু প্রশাসন তাদের এ কর্মসূচি পালনের অনুমতি দেননি। তাদের এ কর্মসূচি কোনো রাজনৈতিক উদ্দ্যেশ্যে নয় বরং ডেঙ্গু প্রতিরোধের জন্য বলেও বিজ্ঞপ্তিতে দাবি করা হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ছাত্রলীগ যেখানে সকল প্রকার কর্মকান্ড করার সুযোগ পাচ্ছে সেখানে ছাত্রদলকে শিক্ষাবান্ধব কর্মসূচি পালন করতে না দিয়ে প্রশাসন পক্ষপাতদুষ্ট আচরণ করেছে। বর্তমান প্রশাসনের আমলে রাকসু নির্বাচন সুষ্ঠু করা সম্ভব নয় বলেও মন্তব্য করে ছাত্রদল।

ছাত্রদলের সাধারণ সম্পাদক কামরুল হাসান বলেন, ‘ডেঙ্গু খুবই ভয়াবহ রুপ ধারণ করেছে। আমরা চেয়েছিলাম শিক্ষার্থীবান্ধব কর্মসূচি করতে। এ লক্ষ্যে ছাত্র উপদেষ্টা এবং প্রক্টরের কাছে আবেদন করি। তারা আমাদের অনুমতি দেবেন বলেও পরে দেননি।’

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক লুৎফর রহমান বলেন, ‘বিশ্ববিদ্যালয় প্রশাসন ডেঙ্গুর ব্যাপারে সচেতন রয়েছে, আমাদের মেডিকেল সেন্টারও এ বিষয়ে খুবই সতর্ক। নিজেরাই যখন শিক্ষার্থীদের সকল সেবা দিতে পারব তখন রাজনৈতিক সংগঠনকে কেন দায়িত্ব দেব?’ প্রশাসনের ডেঙ্গু বিরোধী কর্মসূচিতে তাদেরকে যুক্ত হতে বলা হয়েছে কিন্তু তারা যুক্ত হয়নি।’

ওডি/এসএসকে

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড