• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

নিজ ক্যাম্পাসে হামলার শিকার হাবিপ্রবি শিক্ষার্থী

  হাবিপ্রবি প্রতিনিধি

০৫ আগস্ট ২০১৯, ১২:১৮
হাবিপ্রবি
আহত হাবিপ্রবির শিক্ষার্থী শাহাদাত হোসেন (ছবি : দৈনিক অধিকার)

নিজ ক্যাম্পাসে হামলার শিকার হয়েছেন হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) এক শিক্ষার্থী। রবিবার (৪ আগস্ট) রাত ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে এ ঘটনা ঘটে। আহত ঐ শিক্ষার্থীর নাম শাহাদাত হোসেন। তিনি সমাজবিজ্ঞান বিভাগের ২০১৮ শিক্ষাবর্ষের ছাত্র।

আহত ছাত্রের বন্ধুরা জানিয়েছেন, রবিবার রাত ১০টার দিকে বিশ্ববিদ্যালয় সংলগ্ন বাঁশেরহাট বাজার থেকে আবাসিক হলে যাচ্ছিল শাহাদাত। সে কেন্দ্রীয় মসজিদের পেছনে পৌঁছালে মুখোশধারী দুর্বৃত্তরা তাকে আটকে পকেট থেকে টাকা নিয়ে নেয়, টাকা দিতে রাজি না হওয়ায় তার ওপর দুর্বৃত্তরা হামলা চালায়। এ সময় তাকে খুর-ব্লেড ও ছুরি দিয়ে কুপিয়ে আহত করা হয়। পরে তাকে উদ্ধার করে দিনাজপুরের এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ড. মো. আবু সাঈদ বলেন, হামলার বিষয়টি আমি শুনেছি। এ ব্যাপারে প্রক্টর স্যারের সঙ্গে কথা বলে অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ওডি/আরএআর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড