• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩০ °সে
  • বেটা ভার্সন
sonargao

বঙ্গবন্ধুর খুনিদের রায় কার্যকরের দাবিতে বেরোবিতে মানববন্ধন

  বেরোবি প্রতিনিধি

০৪ আগস্ট ২০১৯, ১৭:৩৭
মানববন্ধন
বেরোবি প্রশাসনের উদ্যোগে মানববন্ধন (ছবি : দৈনিক অধিকার)

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্ম স্বীকৃত খুনিদের দেশে ফিরিয়ে এনে রায় কার্যকরের দাবিতে মানববন্ধন করেছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী এবং শিক্ষার্থীবৃন্দ।

রবিবার (৪ আগস্ট) বেলা ১২ টায় শোকাবহ আগস্টের কর্মসূচি হিসেবে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ক্যাম্পাসে এই মানববন্ধন করে।

এ সময় মানববন্ধনে সংক্ষিপ্ত আলোচনায় বক্তব্য রাখেন- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল প্রভোস্ট তাবিউর রহমান প্রধান, গণিত বিভাগের বিভাগীয় প্রধান ড. আর এম হাফিজুর রহমান, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান মো. সাইদুর রহমান, লোকপ্রশাসন বিভাগের বিভাগীয় প্রধান মো. জুবায়ের ইবনে তাহের, অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম বিভাগের সহকারী অধ্যাপক আপেল মাহমুদ এবং পরীক্ষা নিয়ন্ত্রণ দপ্তরের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক মো. সামসুল হকসহ সাধারণ শিক্ষার্থীরা।

এ সময় বক্তারা বলেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বের মধ্য দিয়ে বাঙালি জাতি স্বাধীনতা অর্জন করেছে। বঙ্গবন্ধু যেভাবে মাথা উঁচু রেখে বাঙালি জাতিকে সামনের দিকে এগিয়ে নিয়েছেন তা বিশ্বের ইতিহাসে অনন্য। তাঁর নীতি এবং আদর্শ আমাদের ধারণ ও লালন করতে হবে। ১৫ আগস্টে বঙ্গবন্ধুকে সপরিবারে নৃশংসভাবে হত্যার মধ্য দিয়ে যারা বাঙালি জাতিকে অন্ধকারে নিয়ে যেতে চেয়েছিল সেই সকল আত্ম স্বীকৃত খুনিদের দেশে ফিরিয়ে এনে রায় কার্যকরের জোর দাবিও জানান বক্তারা।

অপরদিকে শিক্ষার্থীরা তাঁদের বক্তব্যে শোকের মাসে প্রশাসন বন্ধ রেখে শিক্ষার্থীদের পরীক্ষা গ্রহণ, ফলাফল প্রকাশ করাসহ অন্যান্য সকল কাজে বাধা সৃষ্টি করার জন্য বেরোবি কর্মচারীদের আন্দোলনের তীব্র নিন্দা জানান এবং আন্দোলন থেকে সরে এসে বিশ্ববিদ্যালয় সচল করার দাবি জানান।

অন্যান্যদের মাঝে মানববন্ধনে উপস্থিত ছিলেন- বিশ্ববিদ্যালয়ের প্রক্টর (চলতি দায়িত্ব) মো. আতিউর রহমান, শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল প্রভোস্ট প্রফেসর ড. সরিফা সালোয়া ডিনা, ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেলের (আইকিউএসি) পরিচালক অধ্যাপক ড. মো. নাজমুল হকসহ বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা এবং বিভিন্ন বিভাগের শিক্ষার্থীবৃন্দ।

এর আগে আগস্টের প্রথম দিনেই বেরোবির উপাচার্য অধ্যাপক ডক্টর মেজর নাজমুল আহসান কলিমউল্লাহ, বিএনসিসিও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা এবং শিক্ষার্থীদের আনুষ্ঠানিকভাবে কালো ব্যাজ পড়িয়ে দেওয়ার মধ্য দিয়ে মাসব্যাপী শোকাবহ আগস্টের কালো ব্যাজ ধারণ ও অন্যান্য কর্মসূচি শুরু করেন।

ওডি/এমএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড