• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

ইসলামী বিশ্ববিদ্যালয়ে বোটানিক্যাল গার্ডেনের উদ্বোধন

  ইবি প্রতিনিধি

০৩ আগস্ট ২০১৯, ২২:০১
বোটানিক্যাল গার্ডেন
ফিতা কেটে বোটানিক্যাল গার্ডেনের উদ্বোধন (ছবি : দৈনিক অধিকার)

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বোটানিক্যাল গার্ডেনের উদ্বোধন করা হয়েছে।

শনিবার (৩ আগস্ট) দুপুর সাড়ে ১২ টায় ফিতা কেটে এবং চেরি ফল গাছের চারা রোপণের মধ্য দিয়ে এ বোটানিক্যাল গার্ডেনের উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. মো. হারুন-উর-রশিদ আসকারী।

উদ্বোধনী অনুষ্ঠানের সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় উপাচার্য বলেন, ‘আমার অনুপ্রেরণার উৎস হচ্ছেন প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। কারণ জননেত্রী শেখ হাসিনা মাত্র ৫ ঘণ্টা ঘুমান এবং বাকি সময়টা দেশ নিয়ে ভাবেন।’

তিনি বলেন, ‘আমরা বিস্ময় প্রকাশ করি যে, এমন একজন মানুষের সহযাত্রী আমরা কেন হবো না। সুতরাং এটাই আমার প্রেরণার প্রধান উৎস।’

তিনি আরও বলেন, ‘আমরা এ বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব গ্রহণের পর থেকে এক এবং ঐক্যবদ্ধভাবে নানামুখী উন্নয়নমূলক কাজ করে চলেছি। এখানে অবকাঠামো উন্নয়নের বিপ্লব সাধিত হয়েছে।’

উপাচার্য বলেন, ‘এ ক্যাম্পাসকে আমরা সবুজ ক্যাম্পাসে পরিণত করতে চাই। এজন্য আমরা দীর্ঘ মেয়াদী পরিকল্পনা গ্রহণ করেছি। আমরা চিন্তা করেছি আমাদের শিক্ষার্থীদের দীর্ঘ সময় ক্যাম্পাসে ধরে রাখতে হলে নয়নাভিরাম গ্রিন ক্যাম্পাস তৈরি করতে হবে। সেই প্রেরণা থেকে আমরা লেক, বোটানিক্যাল গার্ডেন তৈরিসহ বহুমুখী পরিকল্পনা গ্রহণ করেছি। বৈশ্বিক উষ্ণতা এবং জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব থেকে এ বিশ্বকে রক্ষার জন্য প্রতি বছর প্রতিটি মানুষকে অন্তত ১টি করে গাছ লাগাতে হবে।’

রাশিদ আসকারী বলেন, ‘আমরা আমাদের জীববৈচিত্র রক্ষা করতে চাই। এ গার্ডেনের মাধ্যমে আমাদের নব প্রজন্মরা বিভিন্ন গাছের সঙ্গে পরিচিত হতে পারবে।’

বিশ্ববিদ্যালয় প্রকৌশল অফিস সূত্রে জানা যায়, ইসলামী বিশ্ববিদ্যালয়ের লেকের পাশে প্রায় ১০ বিঘা জমির উপর বোটানিক্যাল গার্ডেন তৈরির উদ্যোগ গ্রহণ করেছেন বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ গার্ডেনে দুর্লভ এবং বিলুপ্ত প্রায় এমন ১৪০ প্রজাতির ফলজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হবে।

চেরি ফলের চারা রোপণ (ছবি : দৈনিক অধিকার)

ইসলামী বিশ্ববিদ্যালয় সৌন্দর্যবর্ধন কমিটির আহবায়ক অধ্যাপক ড. মো. জাকারিয়া রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতায় উপ-উপাচার্য ড. মো. শাহিনুর রহমান বলেন, ‘প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশকে যেভাবে উন্নয়নের মহাসড়কে নিয়ে গেছেন, তার সঙ্গে তাল মিলিয়ে আমরাও ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রতিটি ক্ষেত্রে উন্নয়নের চেষ্টা করে যাচ্ছি।’

তিনি বলেন, ‘আমাদের এই বোটানিক্যাল গার্ডেন কেবল সৌন্দর্যবর্ধনের কাজই করবে না, বরং আমাদের বিজ্ঞানের শিক্ষক এবং শিক্ষার্থীদের গবেষণায় কার্যকর ভূমিকা রাখবে।’

অপর বিশেষ অতিথি কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. সেলিম তোহা বলেন, ‘জননেত্রী শেখ হাসিনা দেশের উন্নয়নে যেমন দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করেছেন। ঠিক তাঁকে অনুসরণ করেই আমরাও বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে দীর্ঘ মেয়াদী পরিকল্পনা গ্রহণ করেছি। আমাদের প্রশাসনিক দায়িত্বের মেয়াদ আর মাত্র ১ বছর থাকলেও আমাদের পরবর্তী প্রজন্মরা যেনো স্বাচ্ছন্দ্যে এ বিশ্ববিদ্যালয়ে অ্যাকাডেমিক কর্মকাণ্ড শেষ করতে পারে সে লক্ষ্য এবং উদ্দেশ্যে নিয়েই আমরা দীর্ঘ মেয়াদী কাজ করে চলেছি। তারই প্রেক্ষাপটে আজকের এই বোটানিক্যাল গার্ডেন তৈরির স্বপ্ন আমরা দেখেছি।’

ইসলামী বিশ্ববিদ্যালয় সৌন্দর্যবর্ধন কমিটির সদস্য-সচিব ও প্রধান প্রকৌশলী (ভারপ্রাপ্ত) আলিমুজ্জামান টুটুলের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- ইসলামী বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. মো. মাহবুবর রহমান। এ সময় উপস্থিত ছিলেন- সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. নাসিম বানু, ছাত্র-উপদেষ্টা অধ্যাপক ড. পরেশ চন্দ্র বর্মন, প্রক্টর (ভারপ্রাপ্ত) ড. মো. আনিছুর রহমান, বাংলাদেশ ছাত্রলীগ ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি রবিউল ইসলাম পলাশ এবং সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রাকিব।

উদ্বোধনী আলোচনা শেষে ফিতা কাটেন এবং চেরি ফল গাছের চারা রোপণ করেন প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ।

অনুষ্ঠানে ইসলামী বিশ্ববিদ্যালয় সৌন্দর্যবর্ধন কমিটির সদস্য-সচিব ও প্রধান প্রকৌশলী (ভারপ্রাপ্ত) আলিমুজ্জামান টুটুল তাঁর ‘গ্রিন চাইল্ড’ সংগঠনের পক্ষ থেকে ক্যাম্পাসে ১ লাখ টাকার বিভিন্ন গাছের চারা রোপণের ঘোষণা দেন।

এছাড়াও বোটানিক্যাল গার্ডেনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- বাংলাদেশ ছাত্রলীগ ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার নেতা কামরুজ্জামান খান সাগর, রিজওয়ান উল ইসলাম,আবদুর রহমান ও হ্যাভেন, সোলাইমান কবিরসহ শতাধিক নেতা কর্মী।

ওডি/এমএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড