• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

ডেঙ্গু প্রতিরোধে বাকৃবির শাহজালাল হলে পরিচ্ছন্ন অভিযান

  বাকৃবি প্রতিনিধি

০২ আগস্ট ২০১৯, ১৩:১৮
বাকৃবিতে অভিযান
শাহজালাল হলে পরিচ্ছন্ন অভিযান (ছবি : দৈনিক অধিকার)

ডেঙ্গু প্রতিরোধে এডিস মশার বংশ বিস্তার রোধে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শাহজালাল হলে পরিচ্ছন্ন অভিযান পরিচালিত হয়েছে।

বৃহস্পতিবার (১ আগস্ট) বিকাল সাড়ে পাাঁচটার দিকে হলের প্রভোস্ট আনুষ্ঠানিকভাবে ওই কর্মসূচির উদ্বোধন ঘোষণা করেন। এর পূর্বে বুধবার সন্ধ্যায় ডেঙ্গু বিষয়ে সচেতনা বৃদ্ধির লক্ষ্যে হলের শিক্ষার্থীদের নিয়ে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

ড্রেনে চুন প্রয়োগ, স্প্রে ছিটিঁয়ে, আগাছা ও ময়লা পরিষ্কারের মাধ্যমে পরিচ্ছন্ন কর্মসূচির উদ্বোধন করেন শাহজালাল হলের প্রভোস্ট অধ্যাপক ড. মোহা. রেজাউল করিম। এ সময় হলের হাউস টিউটর প্রভাষক মো. আব্দুর রাজ্জাক , শাহাজালাল হল ছাত্রলীগের সভাপতি আবু সাঈদ, সাধারণ সম্পাদক মো. মিরাজুল ইসলামসহ হলের কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এ সময় শাহজালাল হলের প্রভোস্ট অধ্যাপক ড. মোহা. রেজাউল করিম বলেন, ‘দেশব্যাপী ব্যাপকভাবে ছড়িয়ে পড়ছে ডেঙ্গু। ডেঙ্গুর জন্য দায়ী এডিস মশা। টবে বা গর্তে পানি জমে থাকলে, ঝোপঝাড় এবং ময়লা আবর্জনা জমে থাকলে এডিস মশার বংশ বিস্তারের সম্ভাবনা থাকে। হলে এডিস মশার বংশ বিস্তার প্রতিরোধে সবাইকে একযোগে কাজ করতে হবে। সবাইকে সর্তক ও সচেতন থাকতে হবে।’

ওডি/এমএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড