• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

বুটেক্স সাংবাদিক সমিতির ৩য় বর্ষপূর্তি উদযাপন

  বুটেক্স প্রতিনিধি

০২ আগস্ট ২০১৯, ০৯:০৩
র‍্যালি
বর্ষপূর্তি উপলক্ষে আনন্দ র‍্যালি (ছবি : সংগৃহীত)

৪র্থ বর্ষে পদার্পণ করেছে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় (বুটেক্স) সাংবাদিক সমিতি। নানা আয়োজন ও উৎসাহের মধ্য দিয়ে দিনটি উদযাপন করা হয়।

বৃহস্পতিবার (১ আগস্ট) বিকেলে এ উপলক্ষে এক আনন্দ র‌্যালি বের হয়।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জামালপুর-৫ আসনের সংসদ সদস্য (এমপি) ও বুটেক্সের সাবেক ছাত্র ইঞ্জিনিয়ার মোজাফফর হোসেন সিআইপি, বুটেক্সের উপাচার্য অধ্যাপক ইঞ্জিনিয়ার আবুল কাশেম, শেলশেম ট্রেডিং কোম্পানি লিমিটেড এর কান্ট্রি ম্যানেজার ইঞ্জিনিয়ার শাখাওয়াত হোসেন এবং বুটেক্স ছাত্রলীগের সভাপতি নাজমুল আলম সাকিব প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতেই জাতির জনক ও তার পরিবারের নির্মম হত্যাযজ্ঞে শোক প্রকাশ করে ১ মিনিটের নীরবতা পালন করা হয়। এরপর সাংবাদিক সমিতিকে নিয়ে ডকুমেন্টারি প্রদর্শিত হয়। এতে ২০১৬ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে পরিচালনা পর্ষদের পরিচয়, তাদের কর্মকাণ্ড, চ্যালেঞ্জ এবং অন্যান্য বিষয় উপস্থাপন করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে এমপি বলেন, ‘সাংবাদিকতা একটি পবিত্র দায়িত্ব। মানুষের মধ্যে যেমন ভালো-খারাপ আছে, তেমনি সাংবাদিকদের মাঝেও ভালো-খারাপ সাংবাদিক আছে। তোমরা সব কিছুর ঊর্ধ্বে এসে বস্তুনিষ্ঠ সাংবাদিক হিসেবে কাজ করার জন্য সবসময় সচেষ্ট থাকবে।’

উপাচার্য বলেন, ‘বর্তমানে ‘‘হলুদ সাংবাদিক’’ নামে পরিচিত একটা শব্দ আছে। আমিও একবার এর স্বীকার হয়েছি। তবে আমি হেনস্তা হলেও আমার আদর্শে অটল ছিলাম। সেদিক থেকে বিবেচনা করলে তোমরা বিশ্ববিদ্যালয়ের সুনাম ছড়াতে সহায়তা করছো। এটা যেমন পবিত্র, তেমনি প্রশংসনীয়।’

এতে বক্তব্য রাখেন, সাংবাদিক সমিতির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক হিমেল হাসান। সাংবাদিক সমিতি প্রতিষ্ঠার কথা স্মরণ করে তিনি বলেন, ‘একটা টেকনিক্যাল বিশ্ববিদ্যালয়ে সাংবাদিক সমিতি প্রতিষ্ঠা করা খুব সহজ কাজ ছিল না। বাধা বিপত্তি অতিক্রম করে সাংবাদিক সমিতি গঠন করার ব্যাপারে আমাদের শ্রদ্ধেয় উপদেষ্টা শাকিরুল ইসলাম পিয়াস স্যারের ভূমিকা অনস্বীকার্য।’

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বুটেক্স সাংবাদিক সমিতির সভাপতি আতিকুর রহমান এবং সঞ্চালনায় ছিলেন সম্পাদক মোস্তাক ফুয়াদ রহমান মাবিন।

ওডি/এমএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড