• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

শাবিতে ডিজিটাল অ্যাটেনডেন্স ডিভাইস চালু

  শাবি প্রতিনিধি

৩১ জুলাই ২০১৯, ১৯:৫৯
শাবিপ্রবি
কর্মকর্তা ও কর্মচারীদর অ্যাটেনডেন্স নেওয়ার জন্য ডিজিটাল অ্যাটেনডেন্স ডিভাইস চালু (ছবি : দৈনিক অধিকার)

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) কর্মকর্তা ও কর্মচারীদর অ্যাটেনডেন্স নেওয়ার জন্য ডিজিটাল অ্যাটেনডেন্স ডিভাইস চালু করা হবে। এ জন্য কর্মকর্তা ও কর্মচারীদর আঙ্গুলের ছাপ ও ছবি সংগ্রহ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

বুধবার (৩১ জুলাই) সকালে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভাকক্ষে এ কর্মসূচির উদ্বোধন করেন শাবি উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।

উদ্বোধনকালে উপাচার্য বলেন, সরকারর ডিজিটালাইজেশন কর্মসূচির অংশ হিসেবে আমাদের বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা ও কর্মচারীদের জন্য ডিজিটাল অ্যাটেনডেন্স সিস্টেম চালু করা হবে। এর মাধ্যমে অফিসে কাজের গতি ও স্বছতা বৃদ্ধি পাবে। এ লক্ষ্য সকলের সহযোগিতা কামনা করেন উপাচার্য।

এ সময় অন্যান্যদের উপস্থিত ছিলেন- কম্পিউটার ও তথ্য কেন্দ্রের পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ রেজা সেলিম, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান অধ্যাপক ড. এম. জহিরুল ইসলাম, রেজিস্ট্রার মুহাম্মদ ইশফাকুল হোসেন, হিসাব পরিচালক আ. ন .ম জয়নাল আবেদিন, পরীক্ষা নিয়ন্ত্রক মুজিবর রহমান, প্রধান প্রকৌশলী সৈয়দ হাবিবুর রহমান প্রমুখ।

ওডি/আরএআর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড