• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

বিভাগ পরিবর্তনে আলাদা ইউনিট চায় রাবিতে ভর্তিচ্ছুরা

  রাবি প্রতিনিধি

৩০ জুলাই ২০১৯, ১৭:৫৯
শিক্ষার্থীদের মানববন্ধন
রাবিতে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের মানববন্ধন (ছবি : সংগৃহীত)

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০১৯-২০ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় বিভাগ পরিবর্তনের জন্য আলাদা ইউনিট রাখার দাবি জানিয়েছেন ভর্তিচ্ছুরা।

মঙ্গলবার (৩০ জুলাই) দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে তারা এ দাবি জানান।

মানববন্ধনে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা বলেন, ‘রাবিতে ভর্তি পরীক্ষায় বিভাগ পরিবর্তনের জন্য আলাদা কোনো ইউনিট নেই। পরীক্ষার্থীরা নিজ নিজ গ্রুপের ইউনিটে পরীক্ষা দিয়ে অন্য বিষয়ে ভর্তি হওয়ার সুযোগ পাবেন। কিন্তু বাণিজ্য বা কলা অনুষদে ভর্তি হতে কেন শিক্ষার্থীকে পদার্থ, রসায়ন বিষয়ে পরীক্ষা দিতে হবে? এসব বিষয়ের সঙ্গে কলা বা বাণিজ্য অনুষদের বিষয়ের কোনো সম্পর্ক নেই। আমরা যদি উচ্চ মাধ্যমিকের গ্রুপে পরীক্ষা দিয়ে ভর্তি হই তাহলে ভর্তির পর কেন গ্রুপ পরিবর্তন করব?’

এ সময় ভর্তিচ্ছুরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মতো স্বতন্ত্র বিভাগ পরিবর্তন ইউনিট রাখার দাবি জানান এবং ওই ইউনিটে কেবল বাংলা, ইংরেজি এবং সাধারণ বিজ্ঞান বিষয়ে পরীক্ষা নেওয়ার দাবি জানান। এরপর তারা ক্যাম্পাসে একটি বিক্ষোভ মিছিল করেন। কর্মসূচিতে শতাধিক ভর্তিচ্ছু শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

ওডি/এসএসকে

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড