• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

হাবিপ্রবিতে কৃষি সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা

  হাবিপ্রবি প্রতিনিধি

৩০ জুলাই ২০১৯, ১৫:১৩
হাবিপ্রবি
বক্তব্য রাখছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মু. আবুল কাসেম (ছবি : দৈনিক অধিকার)

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি) সাংবাদিক সমিতির আয়োজনে কৃষি সাংবাদিকতার ওপর দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩০ জুলাই) বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়াম-২ এ এই কর্মশালা সম্পন্ন হয়।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মু. আবুল কাসেম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. বিধান চন্দ্র হালদার ও প্রক্টর অধ্যাপক ড. মো. খালিদ হোসেন। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ ড. মো. জাহাঙ্গীর আলম।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, দেশের কৃষিতে অভূতপূর্ব উন্নয়ন সাধিত হয়েছে। যখন দেশের জনসংখ্যা সাড়ে সাত কোটি ছিল তখন আমাদেরকে বিদেশ থেকে খাদ্যশস্য আমদানি করতে হতো অথচ বর্তমানে দেশের জনসংখ্যা ১৬ কোটি, তারপরও খাদ্য ঘাটতি নেই, বরং বাংলাদেশ এখন খাদ্যশস্য রফতানি করছে। এই বিষয়গুলো সঠিক ও নির্ভুলভাবে তুলে ধরতে কৃষি সাংবাদিকতার বিকল্প নেই। দেশের অগ্রযাত্রায় গুরুপ্তপূর্ণ ভূমিকা রাখলেও কৃষি সেক্টর সেভাবে সংবাদ মাধ্যমের সাপোর্ট পায় না।

সমিতির সদস্যসহ বিভিন্ন অনুষদের শিক্ষার্থীরা কর্মশালায় অংশগ্রহণ করেন। কর্মশালায় সমাপনী বক্তব্য রাখেন সমিতির সভাপতি আব্দুল মান্নান।

ওডি/আরএআর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড