• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩১ °সে
  • বেটা ভার্সন
sonargao

পাবিপ্রবিতে মশক নিধন কার্যক্রম শুরু

  পাবিপ্রবি প্রতিনিধি

৩০ জুলাই ২০১৯, ১১:৪৬
পাবিপ্রবি
মশা নিধন কর্মসূচি (ছবি : দৈনিক অধিকার)

দেশজুড়ে ডেঙ্গু জ্বর ও এডিস মশার আতঙ্কের প্রেক্ষিতে মশক নিধন কর্মসূচি শুরু করেছে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পাবিপ্রবি) প্রশাসন। গত সোমবার সকালে সরেজমিনে এই কার্যক্রম দেখা যায়।

ক্যাম্পাসের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলসহ বিভিন্ন জায়গায় দিনব্যাপী এই কার্যক্রম চলে। আরও কয়েকদিন এই কার্যক্রম চলবে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

মশা নিধনে ধোঁয়া দেওয়ার যন্ত্রের মাধ্যমে এই কার্যক্রম চালানো হচ্ছে। এছাড়াও বিভিন্ন ভবনে ফুলের টব ও বাইরে থাকা জঙ্গলপরিষ্কারসহ অন্যান্য উদ্যোগ নেওয়া হয়েছে।

এ দিকে, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতা কর্মীরা স্বতঃস্ফূর্তভাবে মশা নিধন কার্যক্রমে অংশগ্রহণ করেছে। শিক্ষার্থীদের ব্যক্তিগত পর্যায়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে বিশেষ ক্লাশ ও সেমিনারের ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছেন উপ-উপাচার্য অধ্যাপক ড. আনোয়ারুল ইসলাম।

মঙ্গলবার (৩০ জুলাই) সকাল ১১টায় গ্যালারিতে এই সেমিনারের আয়োজন করা হয়। এতে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আনোয়ার খসরু পারভেজ ‘ডেঙ্গু রোগের কারণ, প্রতিরোধ ও সচেতনতা’ শীর্ষক বিশেষ ক্লাস নেন।

ওডি/আরএআর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড