• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১  |   ৩৫ °সে
  • বেটা ভার্সন
sonargao

ইবিতে পথ নাটক ‘পন্তা আকালী’ মঞ্চায়িত

  ইবি প্রতিনিধি

২৯ জুলাই ২০১৯, ১৮:৪৬
পথ নাটক
পথ নাটক পন্তা আকালীর মঞ্চায়ন (ছবি : দৈনিক অধিকার)

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বর্তমান সমাজের চিত্র সংবলিত হৃদয়বিদারক পথ নাটক ‘পন্তা আকালী’ মঞ্চায়িত হয়েছে।

সোমবার (২৯ জুলাই) বেলা ১ টায় বিশ্ববিদ্যালয় থিয়েটারের আয়োজনে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনের করিডোরে এই নাটক প্রদর্শিত হয়েছে।

বাংলাদেশের বিখ্যাত নাট্যকার মান্নান হীরার পরিচালনায় ও মার্কেটিং বিভাগের ছাত্রী নিশাত উর্মির নির্দেশনায় নাটকটিতে অভিনয় করেন- থিয়েটারের সদস্য নাহিদ হাসান, মিনহাজুল হক রোমান, আদনান আলীম পাটোয়ারী, ফাতিমা তুজ যোহরা ইরানি, ইসতিয়াক আহমেদ, পিয়াস, বিন্দুসহ প্রায় পনের জন শিক্ষার্থী।

নাটকটিতে দেখা যায় একজন ক্ষুধার্ত কৃষক ক্ষুধার জ্বালায় কাতরাচ্ছে এবং ক্ষুধার্ত ব্যক্তিকে নিয়ে বিভিন্ন গবেষক যেমন অর্থনীতিবিদ কৃষকের আয় ব্যয় নিয়ে গবেষণা করছে, সংস্কৃতি বিদ এবং একজন সাংবাদিক তাকে নিয়ে নিউজ করছে কিন্তু ক্ষুধার্ত ব্যক্তিটি ক্ষুধার তারণায় পান্তা চাচ্ছে সেদিকে খেয়াল না করে নিজেরা ঠিকই খাবার গ্রহণ করছে।

এ সময় উপস্থিত ছিলেন- আইন ও শরিয়াহ অনুষদের ডিন অধ্যাপক রেবা মণ্ডল, ল ডিপার্টমেন্টের শিক্ষক প্রফেসর শাহজাহান মণ্ডল, লোক প্রশাসন বিভাগের শিক্ষক অধ্যাপক মুন্সি মুরতাজা আলী এবং বিশ্ববিদ্যালয়ের কয়েকশত শিক্ষার্থী।

ওডি/এমএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড