• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

জাককানইবিতে তিন দিনব্যাপী নাট্যোৎসবে ‘ভালুক’ মঞ্চস্থ

  জাককানইবি প্রতিনিধি

২৯ জুলাই ২০১৯, ০৮:১২
জাককানইবি
নাট্যোৎসবে ‘ভালুক’ মঞ্চস্থ (ছবি : দৈনিক অধিকার)

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে (জাককানইবি) থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের উদ্যোগে আয়োজিত তিন দিনব্যাপী নাট্যোৎসব-২০১৯-এ নাটক ‘ভালুক’ মঞ্চস্থ হয়েছে।

রবিবার (২৮ জুলাই) উৎসবের দ্বিতীয় দিন বিভাগের স্টুডিও থিয়েটার হলে বিকাল সাড়ে ৫টায় রুশ নাট্যকার আন্তন চেখভ রচিত ও সিরাজুর রহমান অনুদিত নাটকটি মঞ্চস্থ হয়।

এ সময় উপস্থিত ছিলেন- বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক ইসমত আরা ভূঁইয়া ইলা, মো. আল জাবির, নীলা সাহা, ড. মো. কামাল উদ্দীন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) নাট্যকলা বিভাগের সহকারী অধ্যাপক ড. মো. আমিরুজ্জামানসহ বিভাগের অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীরা।

‘ভালুক’ নাটকের নির্দেশনা দিয়েছেন- বিভাগের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী গৌতম চন্দ্র বর্মণ, জুয়েল কান্তি বর্মন, শাহ মো. মামুন মিয়া, শান্তা খাতুন, মো. তোফায়েল আলম এবং মনিরুজ্জামান।

নাটকের অন্যতম নির্দেশক তোফায়েল আলম বলেন, প্রকৃতি কখনো শূন্য না থাকার মতোই নাটকের কাহিনীতে বিধবা মাদামের বিষাদের ভরা জীবনকে রঙিন করে তুলে আগন্তুক স্মার্নফ। ‘ভালুক’ নাটকটিকে আমরা রিয়েলিস্টিক ফর্মে উপস্থাপন করার চেষ্টা করেছি। এই নাটক নির্দেশনা দেওয়ার মধ্য দিয়ে আমাদের স্নাতক শ্রেণির পরিসমাপ্তি ঘটল।

একই দিন সন্ধ্যা সাড়ে ৭টায় নাট্যকার মনোজ মিত্র রচিত ‘চোখে-আঙুল দাদা’ নাটক মঞ্চস্থ হয়। নাটকের নির্দেশনায় ছিলেন কে. এম মেহেদী হাসান শান্ত, শাকিল আহমেদ শুভ, প্রত্যুষ মজুমদার অরণ্য, তৃপ্তি আক্তার এবং সঞ্চিতা বোস।

শনিবার (২৭ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টায় বিশ্ববিদ্যালয়ের স্টুডিও থিয়েটার হলে নাট্যকার হ্যারল্ড পিন্টার রচিত ‘জেগে আছি’ নাটকের প্রথম মঞ্চায়নের মাধ্যমে সূচনা হয় থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের উদ্যোগে তিন দিনব্যাপী নাট্যোৎসব-২০১৯-এর। তিন দিনব্যাপী (২৭-২৯ জুলাই) নাট্যোৎসবে মোট ছয়টি নাটক মঞ্চস্থ হবে। শেষ দিন সোমবার বিকাল সাড়ে ৩টায় নাট্যকার লি ব্রেসিং রচিত ‘মুক্তি’, বিকাল সাড়ে ৫টায় জর্জ বার্নাড শ রচিত ‘দ্যা বিগিনিং’ এবং সন্ধ্যা সাড়ে ৭টায় কিচ্ছা কাহিনী অবলম্বনে ‘পাঁচতুলা সুন্দরী’ পালা মঞ্চস্থ হবে।

উল্লেখ্য, থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান ইসমত আরা ভূঁইয়া ইলার তত্ত্বাবধানে স্নাতক শেষ বর্ষের ৪৫৫ নম্বর (নাট্য নির্দেশনা) কোর্সের পরীক্ষার অংশ হিসেবে বিভাগের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের নির্দেশনায় তিন দিনব্যাপী নাট্যোৎসব-২০১৯ অনুষ্ঠিত হচ্ছে।

ওডি/আরএআর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড