• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১  |   ৩০ °সে
  • বেটা ভার্সন
sonargao

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়

ছাত্রী মেসের অপ্রীতিকর ঘটনায় গ্রেফতার নাটক!

  জাককানইবি প্রতিনিধি

২৭ জুলাই ২০১৯, ২১:৫৪
জাককানইবি
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় (ছবি : সংগৃহীত)

সম্প্রতি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় (জাককানইবি) সংলগ্ন, চাকমা পল্লীতে অবস্থিত রিনা মঞ্জিলের সিসি টিভি ফুটেজে অজ্ঞাত এক ব্যক্তিকে গেটের ভিতরে বিকৃত মানসিকতা সম্পন্ন এবং অশালীন শারীরিক ক্রিয়ায় লিপ্ত থাকার ঘটনায় অভিযুক্ত দোষীকে গ্রেফতার নিয়ে চলছে নাটকীয় কাণ্ড!

শনিবার (২৭ জুলাই) সকালে ত্রিশাল থানার ৩ নম্বর ওয়ার্ডের আব্দুর রশিদের ছেলে মো. শফিকুল ইসলাম (৩০) কে সন্দেহভাজন হিসেবে আটক করলেও পরে তাকে ছেড়ে দিয়েছে ত্রিশাল থানা পুলিশ। অপরদিকে এ ঘটনায় অন্য আরেক সন্দেহভাজন পুলিশের সামনে থেকে পালিয়ে যাওয়া নিয়ে চলছে নানান গুঞ্জন।

ঘটনার সত্যতা স্বীকার করে ত্রিশাল থানার পরিদর্শক (তদন্ত) শেখ মাহমুদ হোসেন বলেন- ‘সিসি টিভির ফুটেজ দেখে আমারা প্রাথমিকভাবে শফিকুলকেই চিহ্নিত করেছি। আরও তদন্ত শেষে সুস্পষ্টভাবে বলা যাবে। তবে তার নামে আগেও ছোটখাটো চুরির অভিযোগ রয়েছে।’

এই বক্তব্য দেয়ার প্রায় ঘণ্টাখানেক পর শফিকুলকে বিশ্ববিদ্যালয় অঞ্চলে দেখতে পাওয়া যায় বলে জানিয়েছে চাকমা পল্লীতে থাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ নিয়ে ত্রিশাল থানায় পুলিশ কর্মকর্তা মাহমুদের সঙ্গে যোগাযোগ করলে তিনি বলেন, ‘আমি থানার বাইরে আছি আপনি এই অভিযোগ তদন্তের দায়িত্বে থাকা এস আই মুইতের সঙ্গে কথা বলুন।’

তদন্তের দায়িত্বে থাকা এসআই মুইত বলেন, ‘স্থানীয় কমিশনার ও লোকজনরা শফিকুলকে নির্দোষ দাবি করে ভিডিও ফুটেজ দেখে পাঁচপাড়া চিকনার আব্দুল বাসির নামে অন্য একজনকে দোষী দাবি করেন। অভিযুক্ত বাসিরকে আটক করার সময় সে পালিয়ে যায়। তবে খুব দ্রুতই আমরা তাকে ধরতে পারব বলে আশা করি।’

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, ত্রিশাল থানা পুলিশ সন্দেহজনকভাবে শফিকুলকে আটক করে। পরে স্থানীয় কাউন্সিলর ও লোকদের কথা আমলে নিয়ে ভিডিও ফুটেজ দেখে বাসির নামের সন্দেহভাজনকে ধরতে গেলে সে পালিয়ে যায়।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর নজরুল ইসলাম বলেন, আমরা তৎপর আছি, শিক্ষার্থীদের খোঁজখবর নিচ্ছি। পুলিশ প্রশাসনের সঙ্গেও যোগাযোগ রাখছি অতি দ্রুতই তারা ব্যবস্থা গ্রহণ করবে।’

উল্লেখ্য, উক্ত ঘটনায় বৃহস্পতিবার (২৫ জুলাই) ৪৮ ঘণ্টার মধ্যে অপরাধী গ্রেফতার না হলে ক্লাস-পরীক্ষা বন্ধ করে প্রশাসনিক ভবনে তালা লাগানোর ঘোষণা দিয়েছে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।

ওডি/এমএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড