• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১  |   ৩৪ °সে
  • বেটা ভার্সন
sonargao

তিতুমীরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা র‌্যালি

  জিটিসি প্রতিনিধি

২৭ জুলাই ২০১৯, ১৯:০১
তিতুমীরে র‍্যালি
ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা র‌্যালি (ছবি : সংগৃহীত)

বর্তমানে ডেঙ্গু ও চিকুনগুনিয়া যেন ঢাকা শহরের ভয়ানক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। সিটি করপোরেশনের মেয়রদের আভাসও তেমনটা বলে। আর এরই ধারাবাহিকতায় রাজধানী ঢাকার সরকারি তিতুমীর কলেজে ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে র‌্যালির আয়োজন করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (বনানী থানা)।

শনিবার (২৭ জুলাই) সকাল ১১টায় সরকারি তিতুমীর কলেজ প্রাঙ্গণে এ র‌্যালি অনুষ্ঠিত হয়। র‌্যালিটি কলেজ প্রাঙ্গণ থেকে শুরু করে ওয়ারলেস গেট প্রদক্ষিণ করে পুনরায় কলেজ প্রাঙ্গণে এসে শেষ হয়। পরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এ সময় র‌্যালিতে অংশগ্রহণ করেন- গুলশান বিভাগের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার রফিকুল ইসলাম (পিপিএম), বনানী থানার অফিসার্স ইনচার্জ বি এম ফরমান আলী, বনানী থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, সরকারি তিতুমীর কলেজ ছাত্রলীগের সভাপতি মো. রিপন মিয়া, সাধারণ সম্পাদক মাহমুদুল হক জুয়েল মোড়ল, বনানী থানার ইন্সপেক্টর সায়হান অলিউল্যাহ, ২০ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদকসহ তিতুমীর কলেজের সাধারণ শিক্ষার্থীরা।

তিতুমীর কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাহমুদুল হক জুয়েল মোড়লের সঞ্চালনায় র‌্যালি শেষে উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশে পুলিশ কমিশনার রফিকুল ইসলাম বলেন, ‘ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সচেতনতার কোনো বিকল্প নেই। আমরা যাই করি না কেন কিছুই কাজে আসবে না, যদি আমরা সচেতন না হই। সেজন্য সচেতনতার ওপর সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আমাদের ডেঙ্গু প্রতিরোধমূলক কার্যক্রম পরিচালনা করতে হবে।’

তিতুমীর কলেজ ছাত্রলীগের সভাপতি মো. রিপন মিয়া বলেন, ‘ডেঙ্গু বর্তমানে মহামারি আকারে ধারণ করছে। ইতোমধ্যে সরকার বিভিন্ন রকমের ব্যবস্থা গ্রহণ করেছে। যার কার্যক্রম অলরেডি রাজধানীর দুই সিটি করপোরেশনে শুরু হয়ে গেছে। তবে শুধু সরকার নয় সর্বস্তরের মানুষদেরও এগিয়ে আসতে হবে। আমাদের সচেতনতার অভাব আছে। সেখানে সচেতনতা গড়ে তুলতে কাজ করতে হবে।’

এছাড়াও বক্তারা তিতুমীর কলেজের সাবেক ছাত্রী রেনু হত্যার বিষয়টি তুলে ধরেন এবং সকলকে গুজব থেকে সাবধান থাকার আহ্বান জানান। যদি কাউকে সন্দেহজনক মনে হয় প্রয়োজনে তাকে পুলিশের হাতে তুলে দিতে বলেন। এ দিকে ডেঙ্গু প্রতিরোধে ছাত্রাবাসে থাকা শিক্ষার্থীদের সব সময় হল পরিষ্কার পরিচ্ছন্ন রাখার আহ্বানও জানানো হয়। এছাড়াও শিক্ষার্থীদের ক্লাসরুম এবং বাসা বাড়িতে ডেঙ্গুর বংশ বিস্তার নিয়ে বিভিন্ন রকমের পরামর্শ দেন।

ওডি/এমএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড