• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

ঢাবি অধিভুক্তিসহ ৬ দফা দাবি

স্বতন্ত্র কলেজ চায় গণবির ফিজিওথেরাপির শিক্ষার্থীরা

  মোহাম্মদ রনি খাঁ, গবি প্রতিনিধি

২৭ জুলাই ২০১৯, ১৮:০১
গণবির ফিজিওথেরাপি বিভাগের শিক্ষার্থীদের আন্দোলন
৬ দফা দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা (ছবি : ওমর ফারুক)

স্বতন্ত্র কলেজ প্রতিষ্ঠা করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্তির মাধ্যমে অনুমোদন সংক্রান্ত জটিলতার সমাধানসহ ৬ দফা দাবিতে ক্লাস, পরীক্ষা বর্জন করে অবস্থান কর্মসূচি পালন করেছে সাভারের গণ বিশ্ববিদ্যালয়ের (গবি) ফিজিওথেরাপি বিভাগের শিক্ষার্থীরা।

শনিবার (২৭ জুলাই) সকাল ১১টা থেকে শুরু হয়ে দিনভর চলমান এ কর্মসূচিতে সংশ্লিষ্ট বিভাগের সকল শিক্ষার্থীরা অংশ নেন।

সরেজমিনে, অবস্থান কর্মসূচির পূর্বে বিশাল বিক্ষোভ মিছিল করে শিক্ষার্থীরা। এ সময় তাদের স্লোগানে প্রকম্পিত হয়ে উঠে ক্যাম্পাস। মিছিল শেষে শিক্ষার্থীরা ক্যাম্পাসের মূল ফটকের সামনে অবস্থান নিয়ে নানা স্লোগান দিতে থাকে। এছাড়া দাবি আদায়ে শিক্ষার্থীদের- 'রক্ত লাগলে রক্ত নে, বৈধতা এনে দে', 'ঢাবি ঢাবি ঢাবি চাই, গণতে আর নাই', 'ছয় দফা এক দাবি, ফিজিওথেরাপি কলেজ চাই' ইত্যাদি লেখা সম্বলিত প্ল্যাকার্ড হাতে দাঁড়িয়ে থাকতে দেখা যায়।

আন্দোলনরত শিক্ষার্থীরা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে এবং রাষ্ট্রের প্রচলিত আইনে ফিজিওথেরাপি কোর্স পরিচালনার দাবি জানান। তারা বলেন, ‘দীর্ঘদিন যাবত গণ বিশ্ববিদ্যালয়ে অবৈধভাবে ফিজিওথেরাপি বিভাগ পরিচালিত হয়ে আসছে, যা শিক্ষার্থীদের ভবিষ্যতের জন্য হুমকি স্বরূপ। তাই অবিলম্বে আমাদের বিভাগের অনুমোদনের স্বার্থে স্বতন্ত্র কলেজ প্রতিষ্ঠা করা জরুরি হয়ে পড়েছে। সুতরাং শিক্ষার্থীদের কথা বিবেচনা করে অতিদ্রুত স্বতন্ত্র ফিজিওথেরাপি কলেজ প্রতিষ্ঠা করে সেটাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তির পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্টদের প্রতি জোর দাবি জানাচ্ছি।’

এ বিষয়ে ফিজিওথেরাপি বিভাগের বিভাগীয় প্রধান ডা. নাসিমা ইয়াসমিন (পিটি) বলেন, ‘শিক্ষার্থীদের দাবি যৌক্তিক তবে এই সমস্যার সমাধান হুট করেই সম্ভব নয়। এটা একটা সময়সাপেক্ষ অফিশিয়াল কাজ। শিক্ষার্থীদের স্মারকলিপি হাতে পাওয়ার পর এ বিষয়ে কাজ শুরু হয়েছে।’

জানা যায়, উক্ত বিভাগের অনুমোদন জটিলতার সমাধানের দাবিতে গত ২৩ জুলাই মানববন্ধন ও সংশ্লিষ্টদের স্মারকলিপি দেয়া হয়। তবে, এখনো কোনো দৃশ্যমান পদক্ষেপ গ্রহণ না করায় অবস্থান কর্মসূচিতে নামতে বাধ্য হয়েছে বলে জানান শিক্ষার্থীরা। তবে এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে চলমান ব্যবহারিক পরীক্ষায় কোনো প্রভাব পড়েনি।

ফিজিওথেরাপি কোর্স পরিচালনার ব্যাপারে স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক জারিকৃত প্রজ্ঞাপন-২০০৩ থেকে জানা যায়, ‘স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অধীনে কোনোরূপ মেডিকেল/ডেন্টাল ফ্যাকাল্টি অথবা চিকিৎসা সংক্রান্ত কোনো কোর্স যেমন- ফিজিওথেরাপি পরিচালনা করা যাইবে না। ফিজিওথেরাপিস্টদের নিয়ন্ত্রক সংস্থা ‘বাংলাদেশ রিহ্যাবিলিটেশন কাউন্সিল’-এর আইনেও ফিজিওথেরাপি শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা, পাবলিক বিশ্ববিদ্যালয় এর অধীনে করার কথা বলা হয়েছে।’

উল্লেখ্য, ২০১৭ সালের ২৬ এপ্রিল বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) গণ বিশ্ববিদ্যালয়ের এমবিবিএস, বিডিএস, ফিজিওথেরাপি, বিবিএ ও পরিবেশ বিজ্ঞান কোর্সের অনুমোদন নেই মর্মে বিজ্ঞপ্তি প্রকাশ করে। সম্প্রতি তারা বেশ কয়েকবার জাতীয় দৈনিকে উক্ত ৫টি বিভাগের কার্যক্রম বন্ধ করতে বিজ্ঞপ্তি প্রকাশ করে।

ওডি/এমএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড