• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩০ °সে
  • বেটা ভার্সন
sonargao

বাকৃবিতে ভেটেরিনারি অনুষদের ইর্ন্টানশিপের উদ্বোধন

  বাকৃবি প্রতিনিধি

২৫ জুলাই ২০১৯, ১৫:২৫
বাকৃবি
ভেটেরিনারি অনুষদের ইর্ন্টানশিপের উদ্বোধন (ছবি : দৈনিক অধিকার)

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ভেটেরিনারি অনুষদের শিক্ষার্থীদের ১৭তম ইর্ন্টানশিপের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুলাই) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের সৈয়দ নজরুল ইসলাম সম্মেলন কক্ষে প্রধান অতিথি ডিন কাউন্সিলের আহ্বায়ক অধ্যাপক ড. গিয়াস উদ্দিন আহমদ ওই ইর্ন্টানশিপের উদ্বোধন ঘোষণা করেন।

এ বছর ভারতসহ দেশের বিভিন্ন জায়গায় ১৪৪ জন ভেটেরিনারিয়ান ওই ইর্ন্টানশিপ প্রোগামে অংশ নিচ্ছেন।

ভেটেরিনারি অনুষদের ডিন অধ্যাপক ড. নাজিম আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহের বিভাগীয় প্রাণিসম্পদ অধিদপ্তরের ভারপ্রাপ্ত উপ-পরিচালক আব্দুল কাদের।

অনুষ্ঠানে বক্তারা বলে, একজন সফল ভেটেনারিয়ান হওয়ার জন্য ব্যবহারিক জ্ঞান থাকা অত্যাবশ্যক। ছয় মাসব্যাপী এই ইর্ন্টানশিপের মাধ্যমে শিক্ষার্থীরা গবাদিপশু-পাখি ও চিড়িয়াখানার পশুপাখিদের সঠিকভাবে ডায়াগনসিস, ভ্যাকসিন প্রদানসহ সঠিক চিকিৎসা প্রদানে দক্ষতা অর্জন করবে। বিশ্ববিদ্যালয়ের সাড়ে চার বছরের তাত্ত্বিক জ্ঞানকে হাতে কলমে শেখার মাধ্যমে ভেটেরিনারি কোর্স পরিপূর্ণতা পাবে।

ওডি/আরএআর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড