• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

শেকৃবিতে অ্যাগ্রি রোভার্সের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি

  শেকৃবি প্রতিনিধি

২৪ জুলাই ২০১৯, ১৬:৩৩
বৃক্ষরোপণ কর্মসূচি
শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে শুরু হলো বৃক্ষরোপণ কর্মসূচি (ছবি : সংগৃহীত)

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) অ্যাগ্রি রোভার্সের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু হয়েছে।

বুধবার (২৪ জুলাই) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির পাশে ওষুধি অশোক গাছের চারা রোপণের মাধ্যমে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. কামাল উদ্দিন আহাম্মদ। ফলদ, বনজ ও ওষুধি গাছের চারা ক্যাম্পাসে রোপণ করা হবে বলে জানা যায়।

কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন- উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সেকেন্দার আলী, কৃষিতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. মো. রুহুল আমিন, উদ্যানতত্ত্ব বিভাগের অধ্যাপক মো. হাসানুজ্জামান আকন্দসহ শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও অ্যাগ্রি রোভার্সের সদস্যরা।

এ সময় উপাচার্য বলেন, ‘আমরা ক্যাম্পাসে বনজ, ফলজ, ওষুধিসহ বিভিন্ন ধরনের গাছের সমন্বয়ে দেশের দ্বিতীয় বলধা গার্ডেন তৈরি করব। যেখানে শিক্ষক-শিক্ষার্থীদের গবেষণারও সুযোগ থাকবে। তিনি আরও বলেন, এ বিশ্ববিদ্যালয়কে আরও দৃষ্টিনন্দন করে গড়ে তোলার লক্ষ্যে ল্যান্ডস্কেপিংয়ের জন্য ৫০ লাখ টাকা বাজেটও করা হয়েছে।’

ওডি/এসএসকে

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড