• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

ক্যাম্পাস সবুজায়নে বরিশাল বিশ্ববিদ্যালয়ে বৃক্ষরোপণ

  ববি প্রতিনিধি

২৩ জুলাই ২০১৯, ১৯:৩০
বৃক্ষরোপণ কর্মসূচি
বরিশাল বিশ্ববিদ্যালয়ে পালিত বৃক্ষরোপণ কর্মসূচি (ছবি : দৈনিক অধিকার)

ক্যাম্পাস সবুজায়ন ও শোভাবর্ধনের লক্ষ্যে বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) বৃক্ষ রোপণ কর্মসূচি পালিত হয়েছে।

মঙ্গলবার (২৩ জুলাই) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয় পরিবারের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এ কে এম মাহবুব হাসান। এ সময় বিভিন্ন প্রজাতির ৫০টি আম ও ৫০টি কাঁঠাল গাছ রোপণ করা হয়। জানা যায়, পরবর্তীতে আরও বিভিন্ন প্রজাতির বনজ ও ঔষধি বৃক্ষ রোপণ করা হবে।

বৃক্ষরোপণ কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন- প্রক্টর ড. সুব্রত কুমার দাস, শিক্ষক সমিতির সাবেক সভাপতি আরিফ হোসেন, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, কর্মকর্তা-কর্মচারী ঐক্য পরিষদের আহ্বায়ক বাহাউদ্দিন গোলাপসহ বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা।

বৃক্ষরোপণ কর্মসূচি প্রসঙ্গে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এ কে এম মাহবুব হাসান বলেন, ‘ক্যাম্পাস সবুজায়নে বিশ্ববিদ্যালয় পরিবার ধারাবাহিকভাবে বৃক্ষরোপণ করে আসছে। এবার তৃতীয় পর্যায়ে এসে আমরা ৫০টি আম ও ৫০টি কাঁঠালগাছ রোপণ করেছি। ক্যাম্পাস সবুজায়নে আমাদের এ ধারাবাহিকতা বজায় থাকবে।’

ওডি/এসএসকে

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড